Alipurduar News: শুধু পদবি নয়, কাজেও বিশ্বকর্মা! এই শিল্পীর কাঠের তৈরি হাতি, গন্ডার দেখলে তাক লাগবে আপনারও
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
১৮ বছর ধরে কাঠের গন্ডার ও হাতি তৈরি করছেন শিল্পী কিরণ বিশ্বকর্মা।
আলিপুরদুয়ার: ১৮ বছর ধরে কাঠের গন্ডার ও হাতি তৈরি করছেন শিল্পী কিরণ বিশ্বকর্মা। এলাকার যুবকরা এই কাজে যোগ দিয়ে অর্থ উপার্জন করুক, চাইছেন তিনি। জলদাপাড়ার কিরণ বিশ্বকর্মার হাতে তৈরি গন্ডার বিক্রি হচ্ছে ডুয়ার্সের লাটাগুড়ি, গুরুমারা সহ অন্যান্য পর্যটনকেন্দ্রেও। প্রায় ১৮ বছর ধরে জলদাপাড়া জঙ্গল ঘেরা মাদারিহাটের পূর্ব খয়েরবাড়ি গ্রামে দিনের পর দিন এই কাঠের তৈরি গন্ডার, হাতি সহ অন্যান্য বন্যজন্তু এবং অন্যান্য মূর্তি তৈরি করে চলেছেন শিল্পী কিরণ বিশ্বকর্মা। পর্যটক মহলেও ভালই চাহিদা রয়েছে এই কাঠের তৈরি গন্ডার, হাতির। লাভজনক হলেও অনেকটাই কষ্ট সাপেক্ষ এই মূর্তি তৈরির কাজ।
শিল্পী কিরণ বিশ্বকর্মার কথায়, “একটি মূর্তি তৈরিতে সময় লাগে দু থেকে আড়াই দিন, আবার কোনও কোনও মূর্তিতে তার থেকেও বেশি সময় লাগে। এরপর আমাদের ঘুরে ঘুরে তা বিক্রিও করতে হয়। ফলে এই ব্যবসা লাভজনক হলেও, হাতেগোনা কয়েকজনই বর্তমানে এই কাজের সাথে যুক্ত।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে সরকারি সাহায্য মিললে আরও প্রসার ঘটবে এই ব্যবসার, আরও মানুষের সামনে তাদের এই নিখুঁত কাজ তুলে ধরা সম্ভব হবে বলে মনে করছেন শিল্পীরা। এই কাঠের তৈরি মূর্তি বরাবরই নজর কাড়ে পর্যটকদের। ফলে চাহিদাও অনেকটাই বেশি। একটি মূর্তি তৈরিতে ৮০০ টাকা ব্যয় হলে, আয় হয় ১৪০০ থেকে ১৫০০ টাকা। তবে সরকারি সাহায্য মিললে আধুনিক প্রযুক্তির সাহায্যের সহজেই এই কাঠের তৈরি মূর্তি তৈরি করতে পারবেন শিল্পীরা। পাশাপাশি, অনেক মানুষকেই এই কাজে নিয়ে আসা যাবে, তারা কর্মসংস্থানও পাবেন বলে দাবি শিল্পীর।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 26, 2024 2:20 PM IST
