Migrant Workers death: পরিযায়ী শ্রমিকদের জন্য বিরাট সুখবর! 'কর্মসাথী' প্রকল্পে একগুচ্ছ সুবিধা শ্রমিকদের পরিবারের
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Migrant worker Karmasathi Prakalpa: 'কর্মসাথী' প্রকল্পের সুবিধা পাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের পরিবার। মালদহের মৃত ৪০ জন পরিযায়ী শ্রমিকদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের শ্রম দফতরের পক্ষ থেকে কর্মসাথী প্রকল্পে মৃত শ্রমিকদের পরিবারকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।
মালদহ: ‘কর্মসাথী’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের পরিবার। মালদহের মৃত ৪০ জন পরিযায়ী শ্রমিকদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের শ্রম দফতরের পক্ষ থেকে কর্মসাথী প্রকল্পে মৃত শ্রমিকদের পরিবারকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।
পরিযায়ী শ্রমিকদের জন্য সরকার ভাবে কম, এই নিয়ে বারবার প্রশ্ন ওঠে। কিন্তু রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে ‘কর্মসাথী’ প্রকল্প শুরু করেছে। কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর পরে তাদের পরিবারকে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার।
advertisement
advertisement
সেই মতো পোর্টালে নাম নথিভুক্ত করতেও বলা হয়েছিল। সেই ভাবে যারা নাম নথিভুক্ত করবেন বা করেছে তাঁদের মৃত্যু হলে পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। তাই পরিযায়ী শ্রমিকরা যদি বাইরে কাজে গিয়ে বিপদে পড়েন, তা হলেও তাদের পরিবারের ভবিষ্যতের চিন্তা নেই, পরিবার ২ লক্ষ টাকা পাবেন, যদি সেই শ্রমিকের মৃত্যু অস্বাভাবিক হয়। আর স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ৫০ হাজার টাকা পাবে রাজ্য।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2024 5:24 PM IST