Train Accident: ফের ট্রেন দুর্ঘটনা! হঠাৎ তীব্র ঝাঁকুনি, বেলাইন হয়ে গেল ১১টি কামরা! বাতিল বহু ট্রেন, তীব্র ভোগান্তি যাত্রীদের

Last Updated:
Train Accident: সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা। হায়দরাবাদে বেলাইন হয়ে গেল পণ্যবাহী ট্রেনের একাধিক কামরা। বুধবার ভোরে এই দুর্ঘটনায় মালগাড়ির প্রায় ১১টি কামরা বেলাইন হয়ে যায়।
1/5
সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা। হায়দরাবাদে বেলাইন হয়ে গেল পণ্যবাহী ট্রেনের একাধিক কামরা। ঘটনাটি ঘটেছে হায়দারাবাদের পেড্ডাপল্লীতে। প্রতীকী ছবি।
সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা। হায়দরাবাদে বেলাইন হয়ে গেল পণ্যবাহী ট্রেনের একাধিক কামরা। ঘটনাটি ঘটেছে হায়দারাবাদের পেড্ডাপল্লীতে। প্রতীকী ছবি।
advertisement
2/5
বুধবার ভোরে এই দুর্ঘটনায় মালগাড়ির প্রায় ১১টি কামরা বেলাইন হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পান চালক। রেল সূত্রে খবর মালগাড়িটি সেই সময়ে রাঘবপুরম থেকে রামাগুনদমে লৌহ আকরিক নিয়ে যাচ্ছিল। প্রতীকী ছবি।
বুধবার ভোরে এই দুর্ঘটনায় মালগাড়ির প্রায় ১১টি কামরা বেলাইন হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পান চালক। রেল সূত্রে খবর মালগাড়িটি সেই সময়ে রাঘবপুরম থেকে রামাগুনদমে লৌহ আকরিক নিয়ে যাচ্ছিল। প্রতীকী ছবি।
advertisement
3/5
এই দুর্ঘটনার জেরে ব্যাপক ভোগান্তির শিকার হন যাত্রীরা। প্রায় ৩৯টি ট্রেন বাতিল করা হয়, ৬১টি ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয় এবং ১০টি ট্রেনকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়। প্রতীকী ছবি। Image: PTI
এই দুর্ঘটনার জেরে ব্যাপক ভোগান্তির শিকার হন যাত্রীরা। প্রায় ৩৯টি ট্রেন বাতিল করা হয়, ৬১টি ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয় এবং ১০টি ট্রেনকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়। প্রতীকী ছবি। Image: PTI
advertisement
4/5
পাশাপাশি দক্ষিণ মধ্য রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আরও ২টি ট্রেনকে অন্য দিনের জন্য শিডিউল করা হয়েছে। প্রতীকী ছবি।
পাশাপাশি দক্ষিণ মধ্য রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আরও ২টি ট্রেনকে অন্য দিনের জন্য শিডিউল করা হয়েছে। প্রতীকী ছবি।
advertisement
5/5
রেল সূত্রে খবর, মালগাড়িগুলিকে লাইনে ফেরানোর কাজ চলছে। নিয়মিত রেল দুর্ঘনার ফলে বেজায় হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। প্রতীকী ছবি।
রেল সূত্রে খবর, মালগাড়িগুলিকে লাইনে ফেরানোর কাজ চলছে। নিয়মিত
রেল দুর্ঘনার ফলে বেজায় হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement