ঘুম ভাঙতেই 'ঘুমন্ত বুদ্ধ'! ভরা ভাদ্রে কাঞ্চন দর্শন, সাতসকালে মন ভালো করা দৃশ্য
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Kanchenjunga Seen from Jalpaiguri: পুজোর আগে বিষয়টিকে 'প্রকৃতির উপহার' ভেবে আপ্লুত সকলে
জলপাইগুড়ি, শান্তনু করঃ বৃষ্টি একটু কমতেই ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। খটখটে রোদ, ফ্যান ছাড়া থাকলেই ঘাম ছুটে যাচ্ছে। এই প্যাচপ্যাচে গরমের মধ্যেই যেন মিলল একটু শীতল অনুভূতি! ভরা ভাদ্রে ঘুম ভাঙতেই দেখা গেল ‘ঘুমন্ত বুদ্ধ’। জলপাইগুড়ি থেকে দেখা গেল বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
সাধারণত আশ্বিন কিংবা কার্তিক মাসে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকা থেকে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তবে এই বছর সেপ্টেম্বরের প্রথম দিনেই ‘কাঞ্চন দর্শন’ হয়ে গেল। বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে পেয়ে আপ্লুত জলপাইগুড়ির বাসিন্দারা।
আরও পড়ুনঃ জন্মদিনের পিকনিকই কাল হল! শিক্ষক-ছাত্রের সঙ্গে যা ঘটল…! শোকের ছায়া কাটোয়ায়
এদিন সকালে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন তিস্তাপাড়, স্পোর্টস কমপ্লেক্স, রাজবাড়ি দিঘি, রেল স্টেশন, কর্পোরেশন রোড থেকে স্পষ্ট দেখা গেল কাঞ্চনজঙ্ঘা। প্যাচপ্যাচে গরমের মধ্যেই অপরূপ ‘কাঞ্চন’এর দর্শন। সকাল সকাল এই দৃশ্য মোবাইলে বন্দি করে রাখলেন অনেকেই। পুজোর আগে একে ‘প্রকৃতির উপহার’ ভেবে আপ্লুত সকলে।
advertisement
advertisement
এদিকে বর্ষার লাগাতার বৃষ্টিতে যেন খানিক বিরাম লেগেছে। একনাগাড়ে বর্ষণ থামতেই বেড়েছে সূর্যের তেজ। সেই সঙ্গেই বাড়ছে গরম। এই আবহাওয়াতেই দেখা গেল বরফে ঢাকা পাহাড়। সেপ্টেম্বরের প্রথম দিনই জলপাইগুড়ি থেকে দেখা গেল বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 10:44 AM IST