জন্মদিনের পিকনিকই কাল হল! শিক্ষক-ছাত্রের সঙ্গে যা ঘটল...! শোকের ছায়া কাটোয়ায়
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Katwa Boat Accident: কোচিং সেন্টারের এক ছাত্রের জন্মদিন উপলক্ষে কাটোয়ার বনদীঘির পুকুর পাড়ে পিকনিক চলছিল
কাটোয়া, বনোয়ারীলাল চৌধুরীঃ জন্মদিনের পিকনিকে এসে নৌকাবিহার করার সময় পুকুরে নৌকাডুবি। জলে ডুবে নিখোঁজ হয়ে যান শিক্ষক সহ এক ছাত্র। অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন কয়েকজন। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম। সন্ধ্যায় দু’জনের মৃতদেহ উদ্ধার হয়। কাটোয়ার ১ নম্বর ব্লকের বনদীঘি পাড়ে ঘটনাটি ঘটেছে। শিক্ষক সুমন্ত ঘোষালের বাড়ি কাটোয়ার মুস্থূলী গ্রামে ও ছাত্র নির্মলের বাড়ি নদিয়ার মায়াপুরে।
জানা গিয়েছে, সুমন্ত একটি কোচিং সেন্টার চালাতেন। সেই সেন্টারের এক ছাত্রের জন্মদিন উপলক্ষে কাটোয়ার বনদীঘির পুকুর পাড়ে পিকনিক চলছিল। শিক্ষক সহ মোট ৯ জন ছিলেন। পুকুরে থাকা একটি নৌকায় শিক্ষক সহ কয়েকজন ছাত্র নৌকাবিহার করার সময় নাকি নৌকা উল্টে জলে তলিয়ে যান দু’জন, বাকিরা বেঁচে ফেরেন।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র দেখিয়ে ‘ব্যাক টু ব্যাক’ ডাকাতি! ছিনতাইয়ের পর…! মারাত্মক কাণ্ড রাজ্যে
পিকনিকে উপস্থিতদের মধ্যে সায়ন মণ্ডল জানিয়েছেন, শিবম হালদারের জন্মদিন ছিল। তাই এখানে একটি ফিস্টের আয়োজন হয়। আমাদের ইংরেজির শিক্ষক সুমন্ত ঘোষাল সহ মোট ৯ জন এখানে এসেছিলাম। আমাদের স্যারই সব রান্না করেছিলেন। তবে ওই নির্মল যাই হোক আগে মদ খেয়ে এসেছে বা সঠিক জানি না নেশা হয়ে গিয়েছিল এবং ও ওই টিনের নৌকায় চেপে পড়েছিল। নির্মল নৌকায় একা ছিল বলে ঘোষালদা ওঁকে বাঁচাতে যান। কিন্তু ঘোষালদা এবং নির্মল কেউই সাঁতার কিংবা নৌকা চালাতে জানে না। এরপর ওঁদের বাঁচাতে আমরা যাই। ওঁরা নৌকা চালাতে জানে না বলে আমি নৌকা চালাচ্ছিলাম। তবে ওঁরা নেশা করে এদিক ওদিক করছিল ও নৌকায় জল ঢুকছিল। এরপরই নৌকায় জল ঢুকতে ঢুকতে উল্টে যায়। তখন ঘোষালদা আর নির্মল দু’জনেই জলে ডুবে যায়। এরপর থেকে একবারও ওঠেনি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে শিবম হালদার জানিয়েছেন, ‘মোট ছয়জন মতো নৌকায় চেপেছিল। এরপর নৌকা পুকুরে ঘুরে মাঝখানে এসেছিল। তারপর হঠাৎ জলে ডুবে যায়। যারা সাঁতার জানে তাঁরা চলে এল আর যারা জানে না তাঁরা ডুবে গেল। নৌকাটা মাছ চাষের জন্য ব্যবহার করা হয়। দু’জনের বেশি চাপানো যায় না, কিন্তু ওঁরা ছয়জন চেপেছিল। ওঁরা মদ্যপ অবস্থায় ছিল কিনা সেটা আমি জানি না। আমি মিষ্টি আনতে গিয়েছিলাম। এসে দেখি এই কাজ করেছে’। সবমিলিয়ে এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 10:09 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জন্মদিনের পিকনিকই কাল হল! শিক্ষক-ছাত্রের সঙ্গে যা ঘটল...! শোকের ছায়া কাটোয়ায়