Kanchanjunga Express accident: সেই জুন, করমণ্ডলের মতোই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা! দুই বিপর্যয়ে অবাক করা মিল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০২৩ সালের ২ জুন ওড়িশার বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস৷
শিলিগুড়ি: এনজেপি স্টেশন থেকে ছেড়ে এসে নীচবাড়ি স্টেশনের কাছে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ আচমকাই সেই লাইনে তীব্র গতিতে ছুটে এল একটি কন্টেনার বোঝাই মালগাড়ি৷ দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারল মালগাড়ির ইঞ্জিন৷ সোমবার সকালে এমনই ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকলেন শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়া, রাঙাপানি এলাকার বাসিন্দারা৷
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ওই মালগাড়ি এত জোরে ধাক্কা মারে যে তার অভিঘাতে রেল লাইন থেকে ছিটকে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা৷ মালগাড়ির ইঞ্জিনের মাথায় উঠে যায় ট্রেনটির একটি লাগেজ ভ্যান৷
advertisement
এ দিন সকালের এই রেল দুর্ঘটনা দেখে অনেকেরই গত বছরের করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে৷ ২০২৩ সালের ২ জুন ওড়িশার বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস৷ সেক্ষেত্রে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পিছনে ধাক্কা মেরেছিল যাত্রীবাহী ট্রেনটি৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রে হল উল্টোটা৷ এবার দাঁড়িয়ে থাকা ট্রেনের পিছনে ধাক্কা মারল মালগাড়ি৷
advertisement
ভয়াবহ এই দুর্ঘটনায় স্বভাবতই রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কীভাবে একই লাইনে চলে এল দুটি ট্রেন? প্রাথমিক তদন্তে এই দুর্ঘটনার জন্য মালগাড়ির চালককেই দায়ী করেছে রেল৷
বিবৃতি দিয়ে রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মালগাড়়ির চালকই সিগন্যাল ভেঙে ট্রেন নিয়ে এগিয়ে আসেন৷ ফলে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঠিক পিছনে চলে আসে কন্টেনার বোঝাই ট্রেনটি৷ সম্ভবত যখন মালগাড়ির চালক সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দেখতে পান, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে৷ সিগন্যাল ভাঙলেও কেন মালগাড়ির চালক সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দেখেও ট্রেন থামানোর চেষ্টা করলেন না, সেই প্রশ্নও উঠছে৷ সিগনাল ভাঙায় প্রশ্ন উঠছে, মালগাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না৷ তবে এ দিন সকাল থেকেই উত্তরবঙ্গের ওই এলাকায় বৃষ্টি চলছিল৷ বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
advertisement
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা কাণ্ডে অন্তর্ঘাতের তত্ত্ব সামনে এসেছিল৷ সেক্ষেত্রে রেলের দাবি ছিল, ট্রেন কোন লাইন ধরে যাবে, সেই পয়েন্টে গন্ডগোল ছিল বলেই নিজের লাইন ছেড়ে পাশের লুপ লাইনে ঢুকে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস৷ পরে করমণ্ডল রেল দুর্ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই৷ এবার অবশ্য একই লাইনে এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মেরে দিল মালগাড়ি৷ এই দুর্ঘটনায় কমিশনার অফ রেলওয়ে সেফটির নেতৃত্বে তদন্ত হবে বলেই রেল সূত্রে খবর৷ দুর্ঘটনাস্থলে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও৷ করমণ্ডল দুর্ঘটনার মতোই এবারও দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, করমণ্ডল দুর্ঘটনার পর এক বছর কেটে গেলেও রেলের যাত্রী নিরাপত্তা হয়তো সেই তিমিরেই রয়ে গিয়েছে৷ করমণ্ডল এবং কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মিল অনেক, শুধু বদলে গিয়েছে ঘটনাস্থল৷ পাশাপাশি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকে মূলত লাগেজ ভ্যানে মালগাড়ি ধাক্কা মারায় এ বারে ক্ষয়ক্ষতিও অনেকটাই কম হয়েছে৷
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2024 12:17 PM IST