Kanchanjunga Express accident: সেই জুন, করমণ্ডলের মতোই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা! দুই বিপর্যয়ে অবাক করা মিল

Last Updated:

২০২৩ সালের ২ জুন ওড়িশার বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস৷

মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনের কামরা৷
মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনের কামরা৷
শিলিগুড়ি: এনজেপি স্টেশন থেকে ছেড়ে এসে নীচবাড়ি স্টেশনের কাছে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ আচমকাই সেই লাইনে তীব্র গতিতে ছুটে এল একটি কন্টেনার বোঝাই মালগাড়ি৷ দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারল মালগাড়ির ইঞ্জিন৷ সোমবার সকালে এমনই ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকলেন শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়া, রাঙাপানি এলাকার বাসিন্দারা৷
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ওই মালগাড়ি এত জোরে ধাক্কা মারে যে তার অভিঘাতে রেল লাইন থেকে ছিটকে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা৷ মালগাড়ির ইঞ্জিনের মাথায় উঠে যায় ট্রেনটির একটি লাগেজ ভ্যান৷
advertisement
এ দিন সকালের এই রেল দুর্ঘটনা দেখে অনেকেরই গত বছরের করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে৷ ২০২৩ সালের ২ জুন ওড়িশার বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস৷ সেক্ষেত্রে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পিছনে ধাক্কা মেরেছিল যাত্রীবাহী ট্রেনটি৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রে হল উল্টোটা৷ এবার দাঁড়িয়ে থাকা ট্রেনের পিছনে ধাক্কা মারল মালগাড়ি৷
advertisement
ভয়াবহ এই দুর্ঘটনায় স্বভাবতই রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কীভাবে একই লাইনে চলে এল দুটি ট্রেন? প্রাথমিক তদন্তে এই দুর্ঘটনার জন্য মালগাড়ির চালককেই দায়ী করেছে রেল৷
বিবৃতি দিয়ে রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মালগাড়়ির চালকই সিগন্যাল ভেঙে ট্রেন নিয়ে এগিয়ে আসেন৷ ফলে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঠিক পিছনে চলে আসে কন্টেনার বোঝাই ট্রেনটি৷ সম্ভবত যখন মালগাড়ির চালক সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দেখতে পান, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে৷ সিগন্যাল ভাঙলেও কেন মালগাড়ির চালক সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দেখেও ট্রেন থামানোর চেষ্টা করলেন না, সেই প্রশ্নও উঠছে৷ সিগনাল ভাঙায় প্রশ্ন উঠছে, মালগাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না৷ তবে এ দিন সকাল থেকেই উত্তরবঙ্গের ওই এলাকায় বৃষ্টি চলছিল৷ বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
advertisement
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা কাণ্ডে অন্তর্ঘাতের তত্ত্ব সামনে এসেছিল৷ সেক্ষেত্রে রেলের দাবি ছিল, ট্রেন কোন লাইন ধরে যাবে, সেই পয়েন্টে গন্ডগোল ছিল বলেই নিজের লাইন ছেড়ে পাশের লুপ লাইনে ঢুকে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস৷ পরে করমণ্ডল রেল দুর্ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই৷ এবার অবশ্য একই লাইনে এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মেরে দিল মালগাড়ি৷ এই দুর্ঘটনায় কমিশনার অফ রেলওয়ে সেফটির নেতৃত্বে তদন্ত হবে বলেই রেল সূত্রে খবর৷ দুর্ঘটনাস্থলে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও৷ করমণ্ডল দুর্ঘটনার মতোই এবারও দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, করমণ্ডল দুর্ঘটনার পর এক বছর কেটে গেলেও রেলের যাত্রী নিরাপত্তা হয়তো সেই তিমিরেই রয়ে গিয়েছে৷ করমণ্ডল এবং কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মিল অনেক, শুধু বদলে গিয়েছে ঘটনাস্থল৷ পাশাপাশি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকে মূলত লাগেজ ভ্যানে মালগাড়ি ধাক্কা মারায় এ বারে ক্ষয়ক্ষতিও অনেকটাই কম হয়েছে৷
advertisement
  • advertisement
  • view comments
    বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
    Kanchanjunga Express accident: সেই জুন, করমণ্ডলের মতোই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা! দুই বিপর্যয়ে অবাক করা মিল
    Next Article
    advertisement
    সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
    বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
    • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

    • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

    • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

    VIEW MORE
    advertisement
    advertisement