Kanchanjunga Express Train Accident: কাঞ্চনজঙ্ঘার ভয়াবহ দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মোদির, ঘটনাস্থলের পথে মমতা, রেলমন্ত্রী
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Kanchanjunga Express Train Accident: ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দফায় দফায় ঘটনার আপডেট নিচ্ছেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: সোমবার সাত-সকালেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা রাজ্যে। ফাঁসিদেওয়ায় লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় দু-দুটি বগি। এই ঘটনায় ইতিমধ্যেই কমপক্ষে আট জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
চলছে উদ্ধারকাজ।
ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার নেতা মন্ত্রীদের ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দফায় দফায় ঘটনার আপডেট নিচ্ছেন প্রধানমন্ত্রী।
advertisement
advertisement
The railway accident in West Bengal is saddening. Condolences to those who lost their loved ones. I pray that the injured recover at the earliest. Spoke to officials and took stock of the situation. Rescue operations are underway to assist the affected. The Railways Minister Shri…
— Narendra Modi (@narendramodi) June 17, 2024
advertisement
এরইমধ্যে নবান্নের তরফে জানানো হয়েছে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নিম্নলিখিত নম্বরগুলিতে ফোন করে যাত্রীদের খোঁজখবর নিতে পারবেন তাঁদের পরিবারের লোকজন। দেখে নিন নম্বরগুলি।
ট্রেন নম্বর ১৩১৭৪ (কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস) এর হেল্পলাইন নম্বর
শিয়ালদহ স্টেশন
১) ০৩৩২৩৫০৮৭৯৪
২) ০৩৩২৩৮৩৩৩২৬
৩) রেলওয়ে টেলিফোন: ৩৩৩২৬
শিয়ালদহ কন্ট্রোল রুম:
১) ১০৭২৫
২) ০৩৩২৩৫১৬৯৬৭
৩) ০৩৩২৩৮৩২৫৯৪
advertisement
৪) রেলওয়ে টেলিফোন: ৩২৫৯৪
নৈহাটি স্টেশন
১) ০৩৩২৫৮১২১২৮
২) রেলওয়ে টেলিফোন: ৩৯৩০০
৩) ০৩৩২৫৮০৫২৪৪
দক্ষিণেশ্বর স্টেশন
১) ০৩৩২৩৮৩২৫৯০
২) রেলওয়ে টেলিফোন: ৩২৫৯০
৩) ০৩৩২৩৮৩২৫৯০
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2024 1:22 PM IST