Kanchenjunga Express accident: কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা রেলের! মৃতদের পরিবার পিছু ১০ লাখ
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Kanchenjunga Express accident: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। রেলের পক্ষ থেকে দুর্ঘটনায় মৃতের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে, গুরুতর আহতদের জন্য ২.৫ লাখ এবং আহতদের ৫০০০০ টাকা দেওয়া হবে।
নয়াদিল্লিঃ সোমবার সাত-সকালেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা রাজ্যে। ফাঁসিদেওয়ায় লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় দু-দুটি বগি। এই ঘটনায় ইতিমধ্যেই কমপক্ষে আট জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ।
আরও পড়ুনঃ কাঞ্চনজঙ্ঘার ভয়াবহ দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মোদির, ঘটনাস্থলের পথে মমতা, রেলমন্ত্রী
ইতিমধ্যে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। রেলের পক্ষ থেকে দুর্ঘটনায় মৃতের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে, গুরুতর আহতদের জন্য ২.৫ লাখ এবং আহতদের ৫০০০০ টাকা দেওয়া হবে। অপরদিকে, ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি। দফায় দফায় ঘটনার আপডেট নিচ্ছেন প্রধানমন্ত্রী।
advertisement
Enhanced ex-gratia compensation will be provided to the victims;
₹10 Lakh in case of death,
₹2.5 Lakh towards grievous and ₹50,000 for minor injuries.— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 17, 2024
advertisement
ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার নেতা মন্ত্রীদের ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁচ্ছানোর জন্য রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এরইমধ্যে নবান্নের তরফে জানানো হয়েছে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নিম্নলিখিত নম্বরগুলিতে ফোন করে যাত্রীদের খোঁজখবর নিতে পারবেন তাঁদের পরিবারের লোকজন। দেখে নিন নম্বরগুলি।
advertisement
ট্রেন নম্বর ১৩১৭৪ (কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস) এর হেল্পলাইন নম্বর
শিয়ালদহ স্টেশন
১) ০৩৩২৩৫০৮৭৯৪
২) ০৩৩২৩৮৩৩৩২৬
৩) রেলওয়ে টেলিফোন: ৩৩৩২৬
শিয়ালদহ কন্ট্রোল রুম:
১) ১০৭২৫
২) ০৩৩২৩৫১৬৯৬৭
৩) ০৩৩২৩৮৩২৫৯৪
৪) রেলওয়ে টেলিফোন: ৩২৫৯৪
নৈহাটি স্টেশন
১) ০৩৩২৫৮১২১২৮
২) রেলওয়ে টেলিফোন: ৩৯৩০০
৩) ০৩৩২৫৮০৫২৪৪
দক্ষিণেশ্বর স্টেশন
১) ০৩৩২৩৮৩২৫৯০
২) রেলওয়ে টেলিফোন: ৩২৫৯০
advertisement
৩) ০৩৩২৩৮৩২৫৯০
advertisement
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2024 2:18 PM IST