Kanchanjunga Express Accident: অল্পের জন্য রক্ষা পদাতিক এক্সপ্রেসের! আতঙ্কিত যাত্রী, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন আলিপুরদুয়ারের বিধায়ক

Last Updated:

Kanchanjunga Express Accident: নিউ আলিপুরদুয়ার গামী পদাতিক এক্সপ্রেস দুর্ঘটনাস্থল থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরেই ছিল। দুর্ঘটনার ভয়াবহতায় আতঙ্কিত পদাতিক এক্সপ্রেসের যাত্রী আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।

+
অল্পের

অল্পের জন্য রক্ষা পদাতিক এক্সপ্রেসের! আতঙ্কিত যাত্রী, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন আলিপুরদুয়ারের বিধায়ক

আলিপুরদুয়ার: ভয়াবহ দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। নিউ আলিপুরদুয়ার গামী পদাতিক এক্সপ্রেস দুর্ঘটনাস্থল থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরেই ছিল। দুর্ঘটনার ভয়াবহতায় আতঙ্কিত পদাতিক এক্সপ্রেসের যাত্রী আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।
দুর্ঘটনার ভয়াবহতা ও তার আতঙ্ক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি।  তার লেখায় বারবার উঠে আসছে পদাতিক এক্সপ্রেস ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আজ সংঘর্ষ হতে পারত। দুর্ঘটনার ভয়াবহতা আরও বৃদ্ধি পেত যদি না মাল গাড়িটির সঙ্গে কাঞ্চনজঙ্ঘার সংঘর্ষ হত।
advertisement
advertisement
এনজেপি স্টেশন থেকে ছেড়ে এসে নীচবাড়ি স্টেশনের কাছে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ আচমকাই সেই লাইনে তীব্র গতিতে ছুটে এল একটি কন্টেনার বোঝাই মালগাড়ি৷ দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারল মালগাড়ির ইঞ্জিন৷
advertisement
সোমবার সকালে এমনই ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকলেন শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়া, রাঙাপানি এলাকার বাসিন্দারা৷কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ওই মালগাড়ি এত জোরে ধাক্কা মারে যে তার অভিঘাতে রেল লাইন থেকে ছিটকে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা৷ মালগাড়ির ইঞ্জিনের মাথায় উঠে যায় ট্রেনটির একটি লাগেজ ভ্যান৷
advertisement
  • advertisement
  • Annanya Dey
    বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
    Kanchanjunga Express Accident: অল্পের জন্য রক্ষা পদাতিক এক্সপ্রেসের! আতঙ্কিত যাত্রী, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন আলিপুরদুয়ারের বিধায়ক
    Next Article
    advertisement
    Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
    শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
    • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

    VIEW MORE
    advertisement
    advertisement