সম্পূর্ণ হয়ে গিয়েছিল আয়োজন, বিয়ে রুখে নাবালিকার পড়াশুনার দায়িত্ব নিল প্রশাসন

Last Updated:

বিয়ে রোখার পাশাপাশি, মেয়ের পরিবার ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না, এমনই লিখিত অঙ্গীকার করিয়ে নিয়েছে পুলিশ।

#কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের শেরগ্রামের এক নাবালিকার বিয়ে রুখে দিল পুলিশ প্রশাসন। মেয়ের পরিবার ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না, এমনই লিখিত অঙ্গীকার করিয়ে নেয় পুলিশ। কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন মেয়েটির পড়াশোনার দায়িত্বভার গ্রহন করেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কালিয়াগঞ্জের ভান্ডার গ্রামপঞ্চায়েতের শেরগ্রামের  নবম শ্রেনীর ছাত্রীর রবিবার কালিয়াগঞ্জের টুঙ্গাইল বিল পাড়ায় বিয়ে হওয়ার কথা ছিল। এই বিয়েতে নাবালিকার অমতের কথা জানতে পারে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও কালিয়াগঞ্জ থানার পুলিশ। এরপর শনিবার ব্লক প্রশাসন ও পুলিশ, জেলা চাইল্ড লাইনের সদস্যদের নিয়ে শেরগ্রামে ওই নাবালিকার বাড়িতে গিয়ে হাজির হন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন চাইল্ড লাইনের সদস্যরা।
advertisement
advertisement
জানা গিয়েছে, নাবালিকার বিয়ে দিলে কী ধরনের সমস্যা হতে পারে বা আইনানুগ কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে পরিবারকে বিশদে বোঝানো হয়। পাশাপাশি, মেয়ের পড়াশুনার জন্য কন্যাশ্রী এবং সময়মতো বিয়ের জন্য রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের সুবিধার বিষয়েও তাঁদের অবগত করা হয়। এরপর নাবালিকা মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করে মেয়েটির পরিবার। এ দিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেয়ের না দেওয়ার বিষয়ে একটি মুচলেখাও নেওয়া হয়।
advertisement
Uttam Paul
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সম্পূর্ণ হয়ে গিয়েছিল আয়োজন, বিয়ে রুখে নাবালিকার পড়াশুনার দায়িত্ব নিল প্রশাসন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement