Darjeeling News: হারিয়ে গিয়েছে বললেই চলে, আর দেখা যায় না! সেই খেলা নিয়ে পাহাড়ে বসল আসর

Last Updated:

পড়াশোনার পাশাপাশি প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি মনোযোগ বাড়াতে এমন উদ্যোগ

+
কাবাডি

কাবাডি টুর্নামেন্ট

দার্জিলিং: পড়াশোনার পাশাপাশি প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি মনোযোগ বাড়াতে আয়োজিত কবাডি টুর্নামেন্টে। গুলমা টি স্টেটের রাবারলাইন এলাকায়, চা বাগানের দুঃস্থ শিশুদের নিয়ে একটি কাবাডি টুর্নামেন্টের আয়োজন করে রবিনহুড আর্মি। এই উদ্যোগের মূল লক্ষ্য হল, শিশুদের মাঝে কেবলমাত্র শিক্ষার আলো নয়, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলারও গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে তাদের অবগত করা।
বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদের কাজ সাড়া ফেলেছে সাধারণ মানুষের মনে। তারা সাধারণত অনুষ্ঠান বাড়ি থেকে অব্যবহৃত খাবার সংগ্রহ করে তা দুঃস্থ মানুষের মধ্যে বিতরণ করে থাকে, পাশাপাশি বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের খেলাধুলা শেখানো সহ সমাজের উন্নতির জন্য বিভিন্ন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা যায় এই সংগঠনকে। বিভিন্ন সময় বিভিন্ন খেলা বিশেষ করে দাবা, ক্রিকেট সহ কাবাডি সমস্ত ধরনের টুর্নামেন্ট তারা আয়োজন করে প্রত্যন্ত গ্রামগুলিতে, সাধারণত খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানোই এর মূল লক্ষ্য।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে রবিনহুড আর্মির প্রতিনিধি অনামিকা দত্ত জানান, “শিশুদের শুধু পড়াশোনায় যথেষ্ট নয়, জীবনে চলার পথে খেলাধুলারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যা শিশুদের মানসিক এবং শারীরিক উভয়ভাবেই মনোবল বৃদ্ধি করে। এছাড়াও প্রত্যেক রবিবার সংগঠনের তরফে শিশুদের পড়াশোনা শেখানো হয়। কোন সময় পাহাড়ি কোন ছোট্ট গ্রাম আবার কোন সময় কোন বস্তি এলাকা আবার কখনও চা বাগান এলাকার প্রত্যন্ত বাচ্চাদের জন্য পড়াশোনার পাশাপাশি এই খেলাধুলার মাধ্যমে জীবনে কি করে এগিয়ে যাওয়া যায় সেজন্যই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন।”
advertisement
সুজয় ঘোষ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: হারিয়ে গিয়েছে বললেই চলে, আর দেখা যায় না! সেই খেলা নিয়ে পাহাড়ে বসল আসর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement