#শিলিগুড়ি: পৃথক রাজ্য গঠনের দাবিতে উত্তাল হয়ে ওঠা পাহাড় এখন অনেকটাই শান্ত ৷ তবে, এবার পঞ্চায়েত ভোটের দাবিতে সরব হল জন-আন্দোলন পার্টি বা জ্যাপ ৷
২০০০ সালে পাহাড়ে শেষ বারের মত পঞ্চায়েত ভোট হয় পাহাড়ে ৷ কিন্তু তারপর কোনও পঞ্চায়েত ভোট হয়নি পাহাড়ে ৷ কিন্তু কেন হয়নি ? তার কোনও সদুত্তর নেই কারোওর কাছে ৷ এমনটাই দাবি, কালিম্পঙের জ্যাপ নেতা ইউসুফ সিমিকের ৷ তিনি বলেন, ২০০০ সাল থেকে পাহাড়ে পঞ্চায়েত ভোট হয়নি । কিন্তু কেন হয়নি তা জানেন না কেউ । সব জেলায় যেখানে ভোট হচ্ছে, সেখানে পাহাড় কেন বাদ যাবে ? এই দাবিতেই সরব হন ইউসুফ৷
সূত্রের খবর, পাহাড়ে ফের পঞ্চায়েত ভোটের দাবিতে রাজ্য ও কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে জন-আন্দোলন পার্টি বা জ্যাপ ৷ পঞ্চায়েত ভোটের দাবি তুলে চিঠি দিচ্ছে জিএনএলএফ-ও । জিএনএলএফ সভাপতি মান ঘিসিং বলেন, পাহাড়ে ১১২ টি পঞ্চায়েত কেন্দ্র রয়েছে ৷ সেই সমস্ত কেন্দ্রের মানুষের সমস্যাও রয়েছে ৷ তাই সেই সমস্ত সমস্যার সমাধানের জন্যই পঞ্চায়েত ভোট হওয়ার প্রয়োজন রয়েছে ৷ এমনটাই মন্তব্য করেন মান ঘিসিং ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Centre, Hill, JAP, North Bengal Panchayat Election 2018, North Bengal Panchayet Election, Panchayat Election 2018