Jalpaiguri News: বিরল রোগে ভুগছে সন্তান! অভাবের সংসারে চিকিৎসা করাতে না পেরে দিশেহারা পরিবার

Last Updated:

বয়স বাড়তেই মাথা আকারে বড় হয়ে জল জমছে তাতে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগের নাম "হাইড্রোসেফালাস"।

+
শিশুকে

শিশুকে নিয়ে মা

জলপাইগুড়ি: বিরল রোগে আক্রান্ত একরত্তি শিশু! জলপাইগুড়ি শহরের এক অসহায় মায়ের করুণঅবস্থা। চিকিৎসার অভাবে বিপাকে পরিবার।নুন আনতে পান্তা ফুরানো পরিবারে খুশির ছটা এনেছিল এই একরত্তি।
কিন্তু সেই আনন্দ যেন ক্রমশই ফিকে হয়ে পড়ছে লিম্বু পরিবারে।বিরল রোগে আক্রান্ত সেই ছোট্ট ফুটফুটে শিশুটি। বয়স বাড়তেই মাথা আকারে বড় হয়ে জল জমছে তাতে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগের নাম “হাইড্রোসেফালাস”।
চিকিৎসার জন্যে প্রয়োজন বিপুল অঙ্কের টাকার। যা যোগাড় করা পরিবারের পক্ষে একেবারেই সম্ভব হচ্ছে না। জলপাইগুড়ি শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিঙ্কি লিম্বু, তাঁর সন্তানের চিকিৎসার জন্য দিন-রাত দিশেহারা।
advertisement
advertisement
রিঙ্কি লিম্বুর স্বামী পেশায় টোটো চালক, টোটো চালিয়ে যা আয় হয় তাতে সংসারটাই চলে কোনওরকমে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন যুদ্ধসম। এখন পরিবারটির এমনই অবস্থা যে, তাঁদের ঘর-দরজা, খাদ্যসংকটও প্রকট।
পরিবারের সদস্য সূত্রে জানা গিয়েছে, শিশুটির চিকিৎসা করার জন্য কলকাতায় যাওয়া অত্যন্ত জরুরি, কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থের অভাব। সকলেই সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন, যাতে এই শিশুটির চিকিৎসা সম্ভব হয় এবং জীবন বাঁচিয়ে সুস্থ জীবন দেওয়া যায়।
advertisement
এমন মানবিক সংকটে পরিবারটি আবেদন জানাচ্ছে এলাকার জনগণ, স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্থানীয় প্রশাসন যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যাতে রিঙ্কি লিম্বুর পরিবারটি দ্রুত প্রয়োজনীয় সাহায্য পেতে পারে আর একরত্তি শিশু যাতে ফিরে পায় তরতাজা প্রাণ!
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: বিরল রোগে ভুগছে সন্তান! অভাবের সংসারে চিকিৎসা করাতে না পেরে দিশেহারা পরিবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement