Jalpaiguri News: 'আমার মেয়েকে একটাও ফোন করবে না!' শুনে রাতে ফিরল যুবক, হাতে তখন...রক্তে ভাসল জলপাইগুড়ি
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার পূর্ব মাগুরমারি এলাকায়।
জলপাইগুড়ি: যুবতীকে ফোন করে উত্ত্যক্ত করত যুবক! পরিবারের বাধা পেয়ে রাতের অন্ধকারে যুবতীর বাড়িতে ঢুকে ছুরি দিয়ে হামলা চালাল যুবক। এলোপাথাড়ি ছুরির আঘাতে জখম ৫ জন। বাধা দিতে গিয়ে আক্রান্ত প্রতিবেশীও। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার পূর্ব মাগুরমারি এলাকায়।
যুবতীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করত পার্শ্ববর্তী গ্রামের এক যুবক। বিষয়টি যুবকের পরিবারকে জানানো হয়। পাশাপাশি ওই যুবককেও ফোন করতে মানা করা হয়। যুবতীর পরিবারের অভিযোগ, ওই যুবককে বাধা দেওয়ায় রবিবার রাতের অন্ধকারে বাড়িতে এসে ছুরি দিয়ে হামলা চালায় যুবক। এরপর পালিয়ে যায় অভিযুক্ত।
advertisement
advertisement
ঘটনায় জখম হয়েছে ওই যুবতী সহ পরিবারে অন্যান্য সদস্যরা। পাশাপাশি চিৎকার শুনে পাশের বাড়ির একজন এগিয়ে গেলে তার উপরও হামলা চালায় ওই যুবক। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে নিয়ে আসা যাওয়া হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। ওই যুবতী সহ পরিবারের আর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। যদিও খবর লেখা পর্যন্ত যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি।
advertisement
— সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 7:08 PM IST