Migrant Birds: শীত পড়তেই তিস্তা পাড়ে নজর কাড়ছে 'ভুতি'! ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে ইউরোপীয়ান হাঁস, মুগ্ধ করা দৃশ্য

Last Updated:

Jalpaiguri Migrant Birds: তিস্তার গজলডোবা পাখি বিতানে পরিযায়ী পাখিদের ভিড়ে এখন পাখি প্রেমীদের চোখ টানছে লাল ঝুটি ওয়ালা ইউরোপীয়ান হাঁস 'রেড ক্রেস্টেড পোচার্ড'। শীত পড়তেই ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে। তিস্তাপাড়ে 'ভুতি'র দলের বিচরণ।

তিস্তার গজলডোবা পাখি বিতানে ভুতি হাঁসের আনাগোনা
তিস্তার গজলডোবা পাখি বিতানে ভুতি হাঁসের আনাগোনা
জলপাইগুড়ি, শান্তনু কর: নজর কাড়ছে ভুতি। তিস্তার গজলডোবা পাখি বিতানে পরিযায়ী পাখিদের ভিড়ে এখন পাখি প্রেমীদের চোখ টানছে লাল ঝুটি ওয়ালা ইউরোপীয়ান হাঁস ‘রেড ক্রেস্টেড পোচার্ড’। নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে অতিথি পাখিরা। শীতের শুরুতেই তিস্তাপাড়ে বিচরণ শুরু হয় ‘ভুতি’র দলের।
রেড ক্রেস্টেড পোচার্ডের বাস ইউরোপে। তবে শীত পড়লেই তাদের পছন্দের ঠিকানা হিমালয়ের পাদদেশে তিস্তাপাড়। হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতি বছর দল বেঁধে ভুতিরা উড়ে আসে এখানে। নজর কাড়ে পাখিপ্রেমী ও প্রকৃতিপ্রেমীদের।
আরও পড়ুনঃ পায়ের ছাপ, গাছে আঁচড় দেখা গেলেও ‘তাঁর’ উপস্থিতির প্রমাণ নেই, বাঘ গণনার আগে নেওরা ভ্যালি জুড়ে বসছে আধুনিক ট্র্যাপ ক্যামেরা
রাঙ্গা মুড়ি বা লাল ঝুটি ভুতি হাঁসের সঙ্গে রয়েছে ডুবুরি ও পাতারি হাঁসের দল। এই বছর পাখির সংখ্যা বাড়বে বলে আশাবাদী পাখি প্রেমীরা। পরিযায়ী পাখিদের জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। চলছে সচেতনতার প্রচার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৩ বন্ধু মিলে স্কুটিতে চেপে ফিরছিলেন গঙ্গাসাগর নাগ মেলা থেকে, পথে কী থেকে কী ঘটে গেল! এলাকায় গভীর শোকের ছায়া
জানা যাচ্ছে, আগামী ১২ জানুয়ারীর থেকে পাখি গণনা কর্মসূচি রয়েছে। তিস্তার জলা ভূমিতে কত প্রজাতির পরিযায়ী পাখি এসেছে তা জানতে পরিবেশ কর্মী সংগঠনের সদস্যদেরও শুমারিতে সঙ্গে নেবে বন দফতর।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Migrant Birds: শীত পড়তেই তিস্তা পাড়ে নজর কাড়ছে 'ভুতি'! ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে ইউরোপীয়ান হাঁস, মুগ্ধ করা দৃশ্য
Next Article
advertisement
MGNREGA: উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, সংসদে আসছে বিল
উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, আসছে বিল
  • নাম পাল্টে যেতে পারে ১০০ দিনের কাজ প্রকল্পের

  • মনরেগা প্রকল্পের নাম বদলে হবে ভিবি-জি রাম জি

  • ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দিতে চলেছে কেন্দ্র সরকার

VIEW MORE
advertisement
advertisement