নেশা মুক্তির দাওয়াই এবার ক্যামেরা! 'সেফ জোনে' চব্বিশ ঘণ্টা নজরদারি চালাবে সিসিটিভি, বিরাট সিদ্ধান্ত 'এই' পুরসভায়
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
শহরের গলিঘুঁজি, অন্ধকারাচ্ছন্ন যে সব এলাকাকে নেশার 'সেফ জোন' হিসেবে ব্যবহার করে আসছে মাদকাসক্ত বিশেষ করে ড্রাগস আসক্তরা। সেই সমস্ত জায়গায় এবার বসবে সিসিটিভি ক্যামেরা।
জলপাইগুড়ি, শান্তনু করঃ এবার নেশার আঁতুড়ঘরে নজর রাখবে সিসিটিভি ক্যামেরা। শহরের গলিঘুঁজি, অন্ধকারাচ্ছন্ন যে সব এলাকাকে নেশার ‘সেফ জোন’ হিসেবে ব্যবহার করে আসছে মাদকাসক্ত বিশেষ করে ড্রাগস আসক্তরা। সেই সমস্ত জায়গায় এবার বসবে সিসিটিভি ক্যামেরা। নিষিদ্ধ ওলিগলিতে কী হচ্ছে বা না হচ্ছে তা সর্বক্ষণ রেকর্ড করা হবে। চব্বিশ ঘণ্টা নজরদারি চালাবে ক্লোজড-সার্কিট টেলিভিশন ক্যামেরা।
আরও পড়ুনঃ স্ত্রীর হৃদপিণ্ড ছিঁড়ে ব্যাগে ভরে গ্রাম ঘুরল স্বামী, ভয়ঙ্কর কাণ্ড ময়নাগুড়িতে
নেশার খরচ তুলতে চুরি, ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ে ড্রাগস আসক্তরা। আর তারা এই সমস্ত এলাকাগুলোকেই নেশা করা কিংবা চুরি, ছিনতাইয়ের জন্যে ব্যবহার করে বলে অভিযোগ। সেই সব জায়গাতেই বসবে ক্যামেরা। রাখা হবে নজর।
advertisement
আর পড়ুনঃ নদীতে মাছ ধরতে গিয়ে পিলে চমকে উঠল! বিশালাকার অজগর… কী সাংঘাতিক কাণ্ড ঘটল জানেন?
নাগরিক প্রস্তাবকে মান্যতা দিয়ে এলাকা চিহ্নিতকরণ ও ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। এর আগেও জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে সেগুলোতে নজরদারির দায়িত্ব পুলিশের হাতে তুলে দিয়েছে পুরসভা। নতুন করে বসানো ক্যামেরাগুলোর নজরদারির দায়িত্বও দেওয়া হবে পুলিশকে। এতে পুলিশের পক্ষেও পদক্ষেপ করতে সুবিধা হবে। পুরসভার এই ক্যামেরা দাওয়াই শুধু মাদক মুক্ত নয়! দুষ্কৃতী দমনেও অনেকটা কাজে আসবে বলে মনে করছে সাধারণ মানুষ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 5:52 PM IST