নদীতে মাছ ধরতে গিয়ে পিলে চমকে উঠল! বিশালাকার অজগর... কী সাংঘাতিক কাণ্ড ঘটল জানেন?

Last Updated:

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকায় অজগরের উৎপাত বাড়ছে। হাঁস-মুরগি শিকার করছে সাপ।

লোকালয়ে থেকে উদ্ধার দু'টি বিশালাকার অজগর
লোকালয়ে থেকে উদ্ধার দু'টি বিশালাকার অজগর
বানারহাট, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ লোকালয় থেকে উদ্ধার বিশাল আকারের দু’টি অজগর সাপ! আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার বানাহাট ব্লকের চানাডিপা বড়বাড়ি এলাকায়।
এ দিন কয়েকজন স্থানীয় বাসিন্দা বেরুবাগ নদীতে মাছ ধরতে গিয়ে প্রথমে একটি বিশাল অজগর দেখতে পান। মুহূর্তের মধ্যে নদীর ধারে আরও একটি অজগরের দেখা মেলে। হঠাৎ দু’টি সাপ চোখে পড়তেই আতঙ্কে নদী থেকে তড়িঘড়ি উঠে আসেন গ্রামবাসীরা। খবর ছড়িয়ে পড়তেই অজগর দেখতে ভিড় জমে যায় এলাকায়।
আরও পড়ুনঃ জলপাইগুড়িতে ডায়াগনস্টিক সেন্টারে কর্মীর রহস্যমৃত্যু! পরিবারের নিশানায় চিকিৎসক দম্পতি, ক্লিনিকের সিল ভেঙে ঢুকল ফরেনসিক দল
পরে এলাকার কয়েকজন যুবক সাহসিকতার সঙ্গে সাপ দু’টিকে উদ্ধার করে একটি ফাঁকা মাঠে নিয়ে আসেন এবং রশি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। মোরাঘাট রেঞ্জের খট্টিমারি বিটের বনকর্মীরা দু’টি অজগরকে নিজেদের হেফাজতে নেয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর অজগর দুটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাইড চড়তে ভালবাসেন! টয় ট্রেনে ওঠার আগে সাবধান! মনসা মেলায় কী ঘটেছে দেখুন
এদিকে স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকায় অজগরের উৎপাত বাড়ছে। প্রায়ই গ্রামবাসীদের বাড়ির উঠোনে ঢুকে হাঁস-মুরগি শিকার করছে এই সাপ। ফলে আতঙ্কে দিন কাটছে তাঁদের।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নদীতে মাছ ধরতে গিয়ে পিলে চমকে উঠল! বিশালাকার অজগর... কী সাংঘাতিক কাণ্ড ঘটল জানেন?
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement