Jagdeep Dhankhar and Himanta Biswa Sarma: জগদীপ ধনখড়ের আমন্ত্রণে দার্জিলিংয়ে হিমন্ত বিশ্বশর্মা! রাজভবনে মমতাও, প্রবল আলোড়ন পাহাড়ে

Last Updated:

Jagdeep Dhankhar and Himanta Biswa Sarma: পাহাড় জুড়ে প্রশ্ন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর থাকাকালীনই কেন পাহাড়ে হাজির হলেন অসমের মুখ্যমন্ত্রী?

জগদীপ ধনখড়ের সঙ্গে হিমন্ত বিশ্বশর্মা
জগদীপ ধনখড়ের সঙ্গে হিমন্ত বিশ্বশর্মা
#দার্জিলিং: মধ্য জুলাইতে দার্জিলিং জমজমাট। পাহাড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এবার রাজ্যপালের আমন্ত্রণে দার্জিলিং রাজভবনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ রাজভবনে ঢোকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অপরদিকে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের আমন্ত্রণে দার্জিলিংয়ে এসেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। তিনিও পৌঁছে গিয়েছেন রাজভবনে। সূত্রের খবর, কথা হতে পারে দুই মুখ্যমন্ত্রীরও।
advertisement
advertisement
কিন্তু পাহাড় জুড়ে প্রশ্ন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর থাকাকালীনই কেন পাহাড়ে হাজির হলেন অসমের মুখ্যমন্ত্রী? সূত্রের খবর, হিমন্তের এই সফর নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি। তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠকে বসতে পারেন অসমের মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কথা হতে পারে।
advertisement
তাহলে কি মমতা–হিমন্ত বৈঠক হবে দার্জিলিংয়ে?‌ এই বৈঠক হবে কিনা তা এখনও কোনও নিশ্চিত ঘোষণা হয়নি। তবে একটি বিশেষ উদ্দেশেই দার্জিলিংয়ে এসেছেন অসমের মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করছেন অনেকে। রাজ্যপাল জগদীপ ধনখড় যেদিন পাহাড়ে এলেন সেদিনই এলেন অসমের মুখ্যমন্ত্রী। সুতরাং এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
advertisement
তবে, এদিন হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে নিজের ছবি ট্যুইট করে রাজ্যপাল ধনখড়। পাল্টা রাজ্যপালকে নিয়ে ট্যুইট করেন অসমের মুখ্যমন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jagdeep Dhankhar and Himanta Biswa Sarma: জগদীপ ধনখড়ের আমন্ত্রণে দার্জিলিংয়ে হিমন্ত বিশ্বশর্মা! রাজভবনে মমতাও, প্রবল আলোড়ন পাহাড়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement