বাংলার লোকসংস্কৃতির প্রতি আগ্রহ...! সুদূর ইতালি থেকে গম্ভীরা আসরে সামিল পর্যটক

Last Updated:

তাই বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি বাউল, মুখা নাচ, ছৌ নাচ, গম্ভীরা, ঝুমুর, গাজন ইত্যাদি সম্পর্কে বিশেষ ধারণা এবং গবেষণার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত ভ্রমণ করছেন তাঁরা।

+
মালদহের

মালদহের ফতেপুর গ্রামে গম্ভীরা উৎসবে শামিল গবেষক পর্যটকরা

মালদহ: পর্যটন স্থল নয় এবারে গ্রাম বাংলার লোকসংস্কৃতিকে জানতে সুদূর ইতালি থেকে এসে গ্রামের গম্ভীরা আসরে শামিল হলেন গবেষক পর্যটকরা। ভ্রমণে আসা এই বিদেশিরা দেশের বিখ্যাত পর্যটন নিদর্শনগুলির পাশাপাশি ভ্রমণস্থল হিসেবে বেছে নিয়েছেন বাংলার লোকসংস্কৃতিকে। তাই বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি বাউল, মুখা নাচ, ছৌ নাচ, গম্ভীরা, ঝুমুর, গাজন ইত্যাদি সম্পর্কে বিশেষ ধারণা এবং গবেষণার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত ভ্রমণ করছেন তাঁরা।
ভ্রমণের অঙ্গ হিসেবে এদিন মালদহের ইংরেজবাজার ব্লকের ফতেপুর গ্রামে গম্ভীরা উৎসবে শামিল হন ইতালি থেকে আসা পাঁচজন গবেষক। এই গম্ভীরা উৎসবের মধ্য দিয়ে মুখা নাচ, গম্ভীরা নাট্য ও নৃত্য তাঁদের সামনে তুলে ধরেন গম্ভীরা শিল্পীরা। গম্ভীরা শিল্পী বাবলু মণ্ডল জানান, “শুধু ঐতিহাসিক নিদর্শন নয়, বাংলার লোকসংস্কৃতিও যে পর্যটকদের আকর্ষিত করছে তা এই থেকে প্রমাণিত। আজ সারাদেশের বিখ্যাত নিদর্শনের সঙ্গে তাঁরা বাংলা লোকসংস্কৃতিকে বেছে নিয়েছেন তা খুব দূরদর্শী। তাঁদের মাধ্যমে মালদহ জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা শিল্প বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচয় পাবে আমরা আশা করছি।”
advertisement
advertisement
গ্রামের এই গম্ভীরা উৎসবকে ঘিরে চরম উন্মাদনা দেখা দেয় গ্রামবাসীদের মধ্যে। কেউ মোবাইলে সেলফি তুলতে, তো কেউ পরিচয় জানতে নিজেদের মতো করে কথা বলেন বিদেশি পর্যটকদের সঙ্গে। পাশাপাশি বিদেশি পর্যটক এবং গ্রামবাসীদের মধ্যে আলাপচারিতা বোঝার জন্য ইংরেজি, বাংলা ও খোট্টা ভাষায় গাইডের মাধ্যমে কথোপকথন এবং গম্ভীরার নাট্যচিত্রকে বোঝানো হয়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাংলার লোকসংস্কৃতির প্রতি আগ্রহ...! সুদূর ইতালি থেকে গম্ভীরা আসরে সামিল পর্যটক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement