Toto Driver Murder : মাত্র পাঁচ হাজার টাকা ঋণ শোধ করতে না পারার কারণে খুন হতে হল টোটোচালককে
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Toto Driver Murder: এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত
চঞ্চল মোদক, ইসলামপুর : টোটোচালক খুনের ঘটনায় পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাত্র পাঁচ হাজার টাকা ঋণ শোধ করতে না পারার কারণে খুন হতে হল টোটোচালককে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত।
প্রসঙ্গত গত মঙ্গলবার গোয়ালপোখর থানার কাঁঠালবাড়ি তিস্তা ক্যানেল এলাকায় হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় এক টোটোচালকের মৃত্যু হয়। দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নিহত ওই টোটোচালকের নাম মহবুল হক। বাড়ি গোয়ালপোখর থানার চুরাকুট্টি এলাকায়। পরিবারের লোকজনের অভিযোগ, মকবুল হককে খুন করা হয়েছে। এরপর গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্তে নেমে দুই জনকে গ্রেফতারের পর পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।
advertisement
আরও পড়ুন : বিকল্প চিকিৎসার পথ দেখাচ্ছে আয়ুষ মেলা, ঘরে ঘরে পৌঁছনোই প্রধান লক্ষ্য
বৃহস্পতিবার সন্ধ্যায় খুনের ঘটনা নিয়ে পুলিশ সুপার বিশপ সরকার এক সাংবাদিক বৈঠক করেন। সেই সাংবাদিক বৈঠকে তিনি জানান, খুনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ সালমান ও সুনীল রায়। তাঁদের দুজনের বাড়ি গোয়ালপোখর থানা এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে যা তথ্য পুলিশের কাছে এসেছে, তা হল মহম্মদ সালমানের কাছ থেকে পাঁচ হাজার টাকা ঋণ নিয়েছিল মহবুল হক। কিন্তু সেই ৠণ শোধ করতে পারেননি তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন : রানীগঞ্জে শহর জুড়ে সিসিটিভি লাগানোর সুফল, দুটি ঘটনায় ধৃত ৩ চোর
এর পর গত সোমবার ভাড়া নিয়ে যাওয়ার নাম করে গোয়ালপোখর থানার লাড়ুখোয়া এলাকায় নিয়ে এসেছিলেন টোটোচালককে। অভিযোগ, এর পর তাঁকে খুন করে টোটো নিয়ে চম্পট দেয় মহম্মদ সালমান ও সুনীল রায়। ঘটনায় টোটো উদ্ধারের পাশাপাশি দুজনকেই গ্রেফতার করেছে গোয়ালপোখর থানার পুলিশ। ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে তুললে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ইসলামপুর মহকুমা আদালত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2023 12:48 AM IST