Hooghly News: বিকল্প চিকিৎসার পথ দেখাচ্ছে আয়ুষ মেলা, ঘরে ঘরে পৌঁছনোই প্রধান লক্ষ্য
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
বিকল্প চিকিৎসার পথ দেখাচ্ছে আয়ুষ মেলা।চিকিৎসাকে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হল আয়ুষ মেলা।হুগলি জেলার গোঘাটের কামারপুকুর গ্রামীণ হাসপাতালে
হুগলি: বিকল্প চিকিৎসার পথ দেখাচ্ছে আয়ুষ মেলা। চিকিৎসাকে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হল আয়ুষ মেলা।হুগলি জেলার গোঘাটের কামারপুকুর গ্রামীণ হাসপাতালে শুরু হলো আয়ুষ মেলা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলাটি উদ্বোধন হয়।সাধারণ মানুষ চিকিৎসা করাতে পারবে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত। আয়ুষ চিকিৎসাকে আরও জনপ্রিয় করে তোলা লক্ষ্যে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যই এই মেলা বলে জানান উদ্যোক্তারা।
আয়ুষ মেলার এক চিকিৎসক জানান, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যে আয়ুষ শাখা রয়েছে সেখান থেকে আরামবাগ মহকুমার একটি আয়ুষ মেলার আয়োজন করা হয়েছে, যা কামারপুকুর গ্রামীন হাসপাটালে নিবেদন করা হয়েছে। সেখানে আমরা তিন দিনব্যাপী আয়ুর্বেদিক,যোগা সহ তিনটি রোগের পদ্ধতিতে চিকিৎসার ব্যবস্থা রেখেছি।যার সাথে সাথে বিনা ব্যয়ে কিছু ওষুধও রেখেছি।
advertisement
এই মেলাতে আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে অভিজ্ঞ ডাক্তারবাবুরা রয়েছেন এবং চিকিৎসা করবেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তিনদিন মেলাটি আমরা চালিয়ে যাব। যার কারণ জনসাধারণের মধ্যে এই আয়ুষের ব্যাপারটা খুব একটা সচেতনতা নেই। আমাদের উদ্দেশ্যই হচ্ছে কত কম ব্যয় আমরা চিকিৎসা করতে পারি এবং কত কম সাইডইফেক্ট এর চিকিৎসা করতে পারি সেটাই প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়ায় উদ্দেশ্য।
advertisement
advertisement
আরও পড়ুন: JP Nadda at Mayapur ISKON|| মায়াপুর ইসকন মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, ভাইরাল ভিডিও
এর জন্য আমরা মাইকিং, লিফলেট বিভিন্ন প্রক্রিয়ায় প্রচার করেছি। কামারপুকুর গামীন হাসপাতালে আয়ুর্বেদিকের ছয় দিন আমরা পরিষেবা দিয়ে থাকি। বিনা ব্যয়ে ঔষধ এবং পরিষেবা দিয়ে থাকি। এর ফলে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে বলে জানান।
advertisement
Kamarpukurhttps://maps.app.goo.gl/LhJZJzdzzBtabwhc8
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 8:19 PM IST