রানীগঞ্জে শহর জুড়ে সিসিটিভি লাগানোর সুফল, দুটি ঘটনায় ধৃত ৩ চোর
- Published by:Sudip Paul
- hyperlocal
Last Updated:
রানীগঞ্জ শহর জুড়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সেই ফুেটজ দেখেই পরপর দুটি চুরির ঘটনার কিনারা করল পুলিস।
পশ্চিম বর্ধমান : মন্দিরে চুরির ঘটনার ২৪ ঘন্টা পেরোতে না পেরেতেই বড়সড় সাফল্য পেল রানীগঞ্জ থানার পুলিশ। ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে, ওই মন্দিরে থাকা বিগ্রহ ও চুরি যাওয়া জিনিসের অধিকাংশই উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, রাণীগঞ্জ থানার অন্তর্গত কুমার বাজার এলাকার একটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। পুজোয় ব্যবহৃত সামগ্রী ছাড়াও ওই মন্দিরে থাকা পিতলের শিবের মূর্তিও চুরি হয়ে যায়। মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই স্থানীয় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে রানীগঞ্জ থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করা হয় বিগ্রহ সহ চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী।
অপরদিকে রাণীগঞ্জ এলাকায় একাধিক বাইক চুরির ঘটনার অভিযোগ পাওয়ার পর, তদন্তে নেমে রানীগঞ্জ থানার পুলিশ অজয় ভুঁইয়া নামে এক কুখ্যাত বাইক চোরকে গ্রেফতার করে। পুলিশ ধৃতকে আদালতে তুললে, আদালত সাত দিনের পুলিশি হেফাজত দেয়। পুলিশি হেফাজত পেয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে একটি স্কুটি সহ তিনটি মোটর বাইক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িগুলির মধ্যে দুটি জামুরিয়া এলাকা ও বাকি দুটি রানীগঞ্জ এলাকা থেকে চুরি করেছিল বলে জেরায় অভিযুক্ত স্বীকার করেছে।
advertisement
advertisement
এই বিষয়ে রানীগঞ্জ থানার আইসি সুদীপ দাশগুপ্ত জানান, রানীগঞ্জ শহর জুড়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এই ক্যামেরার সূত্র ধরেই এই দুটি ঘটনায় সফলতা এসেছে। বাইক চুরি প্রসঙ্গে সুদীপ দাশগুপ্ত বলেন, এর আগেও অজয় ভুঁইয়াকে বাইক চুরির অভিযোগে দু'বার গ্রেফতার করা হয়েছিল। এখনও পর্যন্ত তার কাছ থেকে মোট সাতটি বাইক উদ্ধার করা হয়েছে।
advertisement
Nayan Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 7:25 PM IST