মিলিয়ে দিল মানবিকতা! দূরপাল্লার রেলগাড়িতে হারানো খেলনা ফিরল শিশুর হাতে, বন্ধ হল কান্না

Last Updated:

Lost and Found: খেলনা হারিয়ে গিয়েছে টের পেতেই ট্রেন থেকে নামার পর শিশুটি কান্নায় ভেঙে পড়ে। এদিকে ট্রেনের আসনে খেলনাটিকে পড়ে থাকতে দেখে মনখারাপ হয়ে যায় মাহিত রেজার সহযাত্রী ভূষণ পট্টনায়েকের

চঞ্চল মোদক, ইসলামপুর : হারিয়ে যাওয়া খেলনা এইভাবে ফিরে পাবে ভাবতে পারেননি ওই শিশুর বাবা-মা। রেল পুলিশের মানবিক মুখ দেখে উচ্ছ্বসিত পরিবার। এবং রেল মন্ত্রক ও রেল পুলিশকে ধন্যবাদ জানান ওই শিশুটির বাবা মাহিত রেজা।
রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে গত ৪ জানুয়ারি ইসলামপুর থানার কাজিগাঁও এলাকার বাসিন্দা মোহিত রেজা তার পরিবারের সঙ্গে সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেসে রওনা দেন।
সেকেন্দ্রাবাদ থেকে ট্রেনে উঠে বিহারের কিষানগঞ্জ রেলস্টেশনে তাঁরা নামেন। ট্রেন সফরে সারা ক্ষণ দেড় বছরের শিশুর সঙ্গী ছিল একটি খেলনা-লরি। কিন্তু তাঁরা নেমে যাওয়ার পর রেলগাড়িতে পড়েই থাকে খেলনা-লরিটি। খেলনা হারিয়ে গিয়েছে টের পেতেই ট্রেন থেকে নামার পর শিশুটি কান্নায় ভেঙে পড়ে। এদিকে ট্রেনের আসনে খেলনাটিকে পড়ে থাকতে দেখে মনখারাপ হয়ে যায় মাহিত রেজার সহযাত্রী ভূষণ পট্টনায়েকের। তিনি ভাবতে থাকেন প্রিয় খেলনা হারিয়ে শিশুটি না জানি কী করছে। তার হাতে খেলনা-লরি ফেরাতে মরিয়া হয়ে ওঠেন ভূষণ। কারণ যাত্রাপথে তিনি দেখেছিলেন খেলনাটি সরিয়ে নিলেই শিশুটি কাঁদতে শুরু করছে।
advertisement
advertisement
আরও পড়ুন :  কাকে বলে শৈত্যপ্রবাহ, কলকাতার হাড়হিম করা ঠান্ডায় কবে রয়েছে শৈত্যপ্রবাহের আশঙ্কা, জানুন পূর্বাভাস
শিশুর হাতে তার হারিয়ে যাওয়া সাতরাজার ধন মানিক ফিরিয়ে দিতে রেল মদত-এ ফোন করে সাহায্য চান ভূষণ। তাঁর অভিযোগের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি স্টেশনে সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেস পৌঁছলে কামরা থেকে খেলনাগাড়িটি নামিয়ে নেয় রেলপুলিশ। তার পর ট্রেন আবার ছুটে চলে যায় তার গন্তব্য আগরতলার উদ্দেশে। এর পর বহু চেষ্টার পর মাহিত রেজার নাম ও ঠিকানা উদ্ধার করা হয়। শুক্রবার ওই খেলনাটি ইসলামপুর থানার আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনের রেলপুলিশের হাতে তুলে দেন নিউ জলপাইগুড়ি রেলপুলিশের আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন :  নজিরবিহীন! সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস আটকাতে মাধ্যমিক নিয়ে বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের
তড়িঘড়ি আলুয়াবাড়ি রোড জংশনের ওসি বিপ্লব দত্তের নেতৃত্বে খেলনাটি নিয়ে ওই ব্যক্তির বাড়ি খুঁজতে শুরু করে রেলপুলিশের আধিকারিকরা। প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় শুক্রবার রাতে মহিত রেজার বাড়িতে গিয়ে শিশুটির হাতে খেলনাটি তুলে দেন রেলপুলিশের আধিকারিকরা। প্রিয় খেলনাটি ফিরে পেয়ে রেলপুলিশের সামনেই খেলতে শুরু করে শিশুটি।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মিলিয়ে দিল মানবিকতা! দূরপাল্লার রেলগাড়িতে হারানো খেলনা ফিরল শিশুর হাতে, বন্ধ হল কান্না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement