Malda News: অবশেষে ফের ইন্টার কলেজ স্পোর্টস! এবার আসর গৌড়বঙ্গে! জোরকদমে চলছে প্রস্তুতি

Last Updated:

ইন্টার কলেজ স্পোর্টস হবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে

+
গৌড়বঙ্গ

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় 

মালদহ: ইন্টার কলেজ স্পোর্টস হবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। সমস্তকিছু ঠিকঠাক থাকলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন রাজ্যের উচ্চশিক্ষা দফতরের মন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছিল ইন্টার কলেজ স্পোর্টস। নানা কারণে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। এই বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাড়ম্বরে সঙ্গে ইন্টার কলেজ স্পোর্টস আয়োজনে উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।
বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কলেজগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইতিমধ্যে সমস্ত কলেজগুলিকে প্রস্তুতি জন্য বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থিত স্পোর্টস গ্রাউন্ডে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তি মন্ত্রী সহ জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর পবিত্র চট্টোপাধ্যায় বলেন, “ইন্টার কলেজ স্পোর্টস অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।‌ সমস্ত কলেজগুলি অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলবে। ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে। ব্যক্তিগত ও দলগত মোট ৩০টি ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি কলেজ থেকে প্রতিটি ইভেন্টের জন্য তিনজন করে অংশগ্রহণ করতে পারবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও মালদহ জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এই ইভেন্টগুলির আয়োজন করা হচ্ছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে মালদা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সবমিলিয়ে সাড়ম্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: অবশেষে ফের ইন্টার কলেজ স্পোর্টস! এবার আসর গৌড়বঙ্গে! জোরকদমে চলছে প্রস্তুতি
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement