South Dinajpur News: এক ছাতার নীচে জেলা জুড়ে নজরদারি চালাবে পুলিশ! ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম জেলা পুলিশের

Last Updated:

South Dinajpur News: এক ছাতার নীচে জেলা জুড়ে নজরদারি চালাবে পুলিশ! ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম জেলাপুলিশের

ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম
ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের বিল্ডিং উদ্বোধন করলেন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব। বাংলাদেশ পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে উত্তরবঙ্গের সমস্ত জেলার পুলিশকে সতর্ক করা হয়েছে। সীমান্ত লাগোয়া জেলাগুলি বিএসএফের সঙ্গে সমন্বয় রেখে চলছে পুলিশ। এদিন আইজি উত্তরবঙ্গ রাজেশ কুমার যাদব বালুরঘাটে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রতিক্রিয়া দেন।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের নবনির্মিত সমন্ধিত কন্ট্রোল রুমের উদ্বোধনে আইজি নর্থ বেঙ্গল ছাড়াও উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডি আইজি দীপ নারায়ণ গোস্বামী, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ অন্যান্য জেলা পুলিশ আধিকারিক।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
আইজি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব জানান, “এই কন্ট্রোল রুম থেকে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকার সিসি ক্যামেরা নিয়ন্ত্রণের মাধ্যমে তৎক্ষণাৎ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এছাড়াও কন্ট্রোলরুমের ১১২ ডায়াল এর মাধ্যমে জেলার যে কোন প্রান্ত থেকে অভিযোগ জানানো যাবে যা অভিযোগকারীর নিকটস্থ পুলিশ স্টেশনে পৌঁছে যাবে। সেই অনুসারে পুলিশ ব্যবস্থা নেবে।”
advertisement
পুলিশ সূত্রে খবর, বালুরঘাট শহরে ইতিমধ্যে পুলিশের ১৬৬ টি সিসি ক্যামেরা রয়েছে। যা আগে বালুরঘাট থানা থেকেই মনিটর করা হতে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখান থেকেই পদক্ষেপ নেওয়া হচ্ছিল। এবার ওই ক্যামেরাগুলির ডিসপ্লে কন্ট্রোল রুমে আনা হয়েছে। আগামীতে জেলার অন্যান্য জায়গার ক্যামেরাও ওই কন্ট্রোল রুম থেকে দেখতে পাবে পুলিশ।
advertisement
Susmita Goswami
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: এক ছাতার নীচে জেলা জুড়ে নজরদারি চালাবে পুলিশ! ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম জেলা পুলিশের
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement