Malda News: রাস্তায় কুকুর দেখলেই খপ করে ধরে ফেলছে এই পঞ্চায়েত! তারপরেই শুরু মোক্ষম দাওয়াই

Last Updated:

পথ কুকুদের ধরে ধরে এই কাজটি করছে মালদহের এই পঞ্চায়েত

+
বন্ধ্যাত্বকরণ

বন্ধ্যাত্বকরণ করা হচ্ছে পথ কুকুরদের

মালদহ: পথ কুকুরেরা ঠিকমত খাবার পাচ্ছে না। ছোট ছোট বাচ্চা কুকুর না খেয়ে মারা যাচ্ছে। এখন লক্ষ্য করা যাচ্ছে বছরে দুই বার কুকুর ছানার জন্ম হচ্ছে। এতে করে অনেকটাই সমস্যা তৈরি হচ্ছে। এতদিন পথকুকুরদের জন্ম নিয়ন্ত্রণ করতে বিভিন্ন শহরে পরিকল্পনা করা হয়েছে। কিন্তু এই প্রথম প্রথম গ্রামীণ এলাকাতেও পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ করার উদ্যোগ। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও পথ কুকুরদের সুস্থ স্বাভাবিক রাখতে এমন পরিকল্পনা নিল পুরাতন মালদহের সাহাপুর পঞ্চায়েত। শুধুমাত্র এই পঞ্চায়েত নয় পুরাতন মালদহের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় চলবে এই কর্মসূচি।
বিভিন্ন এলাকার কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ করতে পরিকল্পনা হয়েছে। বন্ধ্যাত্বকরণ করা হচ্ছে কুকুরদের। প্রশাসনের সঙ্গে এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের যৌথ উদ্যোগে পুরাতন মালদহের সাহাপুর পঞ্চায়েত সহ মোট তিনটি পঞ্চায়েত এলাকায় চলবে এই কুকুরদের বন্ধ্যাত্বকরণ কর্মসূচি। স্বেচ্ছাসেবী কর্মী স্বরূপ চ্যাটার্জী বলেন, “এই প্রথম কোন পঞ্চায়েত এমন উদ্যোগ নিয়েছে। পথ কুকুরদের বন্ধ্যাত্বকরণ ভ্যাকসিনেশন ও বেল্ট লাগানো হবে। আমরা সহযোগিতা করছি।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এতে করে কুকুর জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। শুধুমাত্র কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ নয়, পাশাপাশি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কুকুরদের ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়াও গলায় বিশেষ বেল্ট পড়ানো হবে, কুকুরদের। এই বেল্ট লাগানো থাকলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে কুকুর। সাহাপুর পঞ্চায়েতের অফিসার অসীম রায় বলেন, “পথ কুকুরদের নানা সমস্যা দেখা দিচ্ছে। জন্ম নিয়ন্ত্রণ করার পরিকল্পনা নিয়েছি আমরা। অনেক সময় কুকুরের ছানা না খেয়ে মারা যাচ্ছে। তাই সমাজের ভারসাম্য রক্ষা করতে এমন পরিকল্পনা হয়েছে পঞ্চায়েতের উদ্যোগে। প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে।”
advertisement
অনেক সময় সাধারণ মানুষ কুকুর থেকে ভয় পায় তাই কুকুরদের ভ্যাকসিনেশন করা থাকলে অনেকটাই সুরক্ষিত হবে। এই ধরনের একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে পথ কুকুরদের নিয়ে। সমাজের প্রতিটি ক্ষেত্রের ভারসাম্য যেন ঠিক থাকে তাই এমন পরিকল্পনা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: রাস্তায় কুকুর দেখলেই খপ করে ধরে ফেলছে এই পঞ্চায়েত! তারপরেই শুরু মোক্ষম দাওয়াই
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement