Pak Choy: চিনা শাকের চাহিদা বাড়ছে বাজারে! এই শাক চাষ করেই হতে পারেন লাখপতি!

Last Updated:

Pak Choy: বাজারে বিরাট বিক্রি এই শাকের! চিনা এই শাক বড় বড় রেস্তোরাঁতেও ব্যবহার হচ্ছে! চাষ করলেই লাভ! জানুন

+
পাক

পাক চই চাষ

মালদহ: মানুষ ক্রমশ পরিচিত হচ্ছে এই শাকের সঙ্গে। গত কয়েক বছর আগেও চিনের এই সবজির দেখা মিলত না বাংলায়। তবে গত দুই এক বছর ধরে মালদহে চাষ শুরু হয়েছে চিনের পালং শাক ‘পাক চই’। এবছর মালদহে বৃদ্ধি পেয়েছে চাষ। পুরাতন মালদহের একাধিক কৃষক এই বছর পালং প্রজাতির এই চিনের পাক চই চাষ করছেন। এমনকি বাজারে বিক্রিও হচ্ছে। পাক চই মূলত শীতকালীন সবজি।
দেশীয় শীতের সবজি চাষের পদ্ধতিতেই বিদেশি এই শাক চাষ করা যায়।‌ পাক চই মূলত চিনের সবজি। চিনের পালং শাক বলা যায় এই সবজিকে। দেখতে অনেকটা পালং শাকের মতো। এই সবজি খেতেও অনেকটা পালং শাকের মতো। স্থানীয় পালং শাকের সঙ্গে অনেকটাই মিল চিনের এই পাক চই শাকের। বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে এখন এই সবজি চাষ হচ্ছে। ফলে অনেকেই এই সবজি খাচ্ছেন। মূলত রেস্টুরেন্ট গুলিতে এই সবজির ব্যাপক চাহিদা। কারণ বর্তমান রেস্টুরেন্ট গুলিতে দেশীয় খাবারের থেকে বিদেশি খাবারের চাহিদা ব্যাপক। পিজ্জা বার্গারের মত খাবারের ব্যবহার করা হয় পাক চই।
advertisement
advertisement
বর্তমানে মালদহ শহরে ও একাধিক রেস্টুরেন্ট তৈরি হয়েছে। যেগুলিতে বিদেশি খাবারের চাহিদা সবথেকে বেশি। তাই বিদেশি এই সবজির চাহিদাও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে মালদহে। এই বাজার ধরতেই পুরাতন মালদহের কৃষকেরা পাক চই চাষ শুরু করেছেন। কৃষক ভাস্কর রাজবংশী বলেন, “গত দুই বছর ধরে চাষ করছি চিনের এই সবজি। মানুষ এই সবজির সঙ্গে পরিচিত হলে আরও চাহিদা বাড়বে। এখন বাজারে ভাল বিক্রি হচ্ছে।”
advertisement
বাজারে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বহু সাধারণ মানুষ বাড়িতেও রান্না করে খাচ্ছেন এই শাক। অধিকাংশ মানুষ নতুন এই খাবার টেস্ট করার জন্য কিনে খাচ্ছেন। ধীরে ধীরে দেশীয় সবজির সঙ্গে বিদেশি এই সমস্ত সবজির চাহিদা বাড়ছে মালদহে। জেলার একাধিক কৃষক এই বাজার ধরতে বিদেশি বিভিন্ন সবজি চাষ শুরু করেছে ইতিমধ্যে।আগামীতে এই সবজির চাষ ব্যাপক হারে মালদহে বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষকেরা। কারণ বাজারে ব্যাপক চাহিদা রয়েছে চিনের এই শাকের।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pak Choy: চিনা শাকের চাহিদা বাড়ছে বাজারে! এই শাক চাষ করেই হতে পারেন লাখপতি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement