Indian Railways: রাধিকাপুর-আনন্দ বিহার ট্রেন চালু হওয়ায় খুশি ব্যবসায়ী ও বাসিন্দারা

Last Updated:

Indian Railways: দিনাজপুর সন্নিহিত জেলা বা গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা অনেকটাই কম। রায়গঞ্জ, বালুরঘাট, রাধিকাপুর অবধি ট্রেন চলাচল করলেও তার সংখ্যা ভীষণ কম।

ট্রেন পরিষেবার সূচনা করলেন রেলমন্ত্রীর
ট্রেন পরিষেবার সূচনা করলেন রেলমন্ত্রীর
রাধিকাপুরঃ রাধিকাপুর ও আনন্দ বিহার টার্মিনালের মধ্যে নতুন সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন পরিষেবার সূচনা করলেন রেলমন্ত্রী। দিনাজপুর সন্নিহিত জেলা বা গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা অনেকটাই কম। রায়গঞ্জ, বালুরঘাট, রাধিকাপুর অবধি ট্রেন চলাচল করলেও তার সংখ্যা ভীষণ কম। ফলে এই অংশের মানুষকে যাতায়াত করার জন্য নির্ভরশীল থাকতে হয় মালদা বা শিলিগুড়ি স্টেশনের ওপর৷ অথবা সড়কপথে যাতায়াত করতে হয় তাদের৷ এই সব এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, এই অংশে রেল যোগাযোগ ব্যবস্থা দ্রুত বৃদ্ধি করা হোক৷
আরও পড়ুনঃ পুজোর আগেই সব শেষ! ট্রাকের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্ডপ! মাথায় হাত কর্মকর্তাদের
ফলে রাধিকাপুর থেকে আনন্দ বিহার টার্মিনাল ট্রেন চালু হয়ে যাওয়ায় মানুষের সুবিধা বাড়বে। এর নিয়মিত পরিষেবার সময় ট্রেন নং. ১৪০১১(রাধিকাপুর-আনন্দ বিহার টার্মিনাল) সাপ্তাহিক এক্সপ্রেস রাধিকাপুর থেকে প্রত্যেক মঙ্গলবার ১০.৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৮.৫০ ঘণ্টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ১৪০১২(আনন্দ বিহার টার্মিনাল-রাধিকাপুর) সাপ্তাহিক এক্সপ্রেস আনন্দ বিহার টার্মিনাল থেকে প্রত্যেক রবিবার ২৩.৪৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৭.০০ ঘণ্টায় রাধিকাপুর পৌঁছবে। এই ট্রেনটি উভয় পথে যাত্রার সময় কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বারসোই জং., কাটিহার জং., বারাউনী জং., সমস্তিপুর জং., বাপুধাম মতিহারী, গোরখপুর জং., গোন্ডা জং., মোরাদাবাদ জং. ও গাজিয়াবাদ জং. হয়ে চলাচল করবে।
advertisement
advertisement
ট্রেনটিতে যাত্রীদের আসনের জন্য একটি এসি প্রথম শ্রেণি, ছয়টি এসি ৩-টিয়ার, দুটি এসি ২-টিয়ার, আটটি শয়ন শ্রেণি এবং তিনটি নন এসি দ্বিতীয় শ্রেণির কামরা থাকবে।​ এই ট্রেনটির সূচনার ফলে রাধিকাপুর ও সংলগ্ন অঞ্চলগুলির যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং সুগম ভ্রমণের জন্য তাঁদের সুবিধা প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধিতে সহায়ক হবে। পশ্চিমবঙ্গ ও বিহারের বৃহৎ অংশের জনগণ উপকৃত হবেন।ইতিমধ্যেই রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘এই রাজ্যে একাধিক নয়া ট্রেন চালু করার প্রস্তাব তাদের কাছে এসেছে৷ সেগুলিকে যথাযথ গুরুত্ব দিয়ে চালানো হবে।’
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: রাধিকাপুর-আনন্দ বিহার ট্রেন চালু হওয়ায় খুশি ব্যবসায়ী ও বাসিন্দারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement