Indian Railways: রেল গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সময় নষ্ট নয়...! জলপাইগুড়ি রোড স্টেশনের আগে রেলের রোড ওভারব্রিজ, এসে গেল মেগা আপডেট

Last Updated:

Indian Railways: ডেঙ্গুয়াঝাড় রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ থাকায় জলপাইগুড়িতে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। শিলিগুড়ি ও ডুয়ার্সগামী রাস্তায় ব্যাপক যানজট।

+
 রেলগেটে

 রেলগেটে যানজট

জলপাইগুড়ি: ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, কবে মিলবে মুক্তি? জলপাইগুড়ি রোড স্টেশনের আগে রেলগেট ঘিরে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। তবে আর বেশিদিন এই দুর্ভোগ পোহাতে হবে না সাধারণ মানুষকে। শীঘ্রই রেল ব্রিজ তৈরীর সম্ভাবনায় আশার আলো দেখছেন জলপাইগুড়ি সাংসদ।
জলপাইগুড়ি রোড স্টেশনের ডেঙ্গুয়াঝাড় এলাকার কাছাকাছি একটি রেলগেট ঘিরে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। ওই রেলগেটে একের পর এক দূরপাল্লার ট্রেন যাতায়াত করায় গেট বন্ধ থাকে দীর্ঘ সময় ধরে। ফলে প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় যানবাহন ও পথচলতি মানুষদের।
advertisement
advertisement
বিশেষ করে বাইপাস রোডের এই গেটটি শিলিগুড়ি, ভোরের আলো কিংবা ডুয়ার্সগামী পর্যটন রুটের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল—যার কারণে সমস্যার মাত্রা আরও বাড়ছে। পরিস্থিতি এমন যে, অ্যাম্বুল্যান্স কিংবা জরুরি পরিষেবার গাড়িও আটকে পড়ে মাঝপথে। রোগী থাকলে আরও বাড়ে উদ্বেগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই চলছে এই সমস্যা, কিন্তু এখনও পর্যন্ত স্থায়ী কোনও সমাধান আসেনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ জয়ন্ত কুমার রায় সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “রেলের রোড ওভারব্রিজ (ROB) নির্মাণের জন্য রেল প্রস্তুত রয়েছে। প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। রাজ্য সরকারের তরফে জায়গা প্রয়োজন। সুষ্ঠুভাবে প্রক্রিয়া পর্ব মিটলেই পেলেই কাজ শুরু হবে।” রেলগেটের উপর দিয়ে ওভারব্রিজ তৈরি হলে যেমন কমবে যানজট, তেমনই মসৃণ হবে ডুয়ার্সের পর্যটন যাত্রাও।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: রেল গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সময় নষ্ট নয়...! জলপাইগুড়ি রোড স্টেশনের আগে রেলের রোড ওভারব্রিজ, এসে গেল মেগা আপডেট
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement