Indian Railways: স্ক্র্যাপ বিক্রি করেই প্রায় চার কোটি টাকা ! রেকর্ড পরিমাণ আয় রেলের মালদহ ডিভিশনের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
ইস্টার্ন রেলের মালদহ ডিভিশন 'জিরো-স্ক্র্যাপ মিশন'-এর অধীনে টেকসই সম্পদ ব্যবস্থাপনা এবং রাজস্ব অপ্টিমাইজেশনের ক্ষেত্রে একটি অভূতপূর্ব মাইলফলক অর্জন করেছে।
আবীর ঘোষাল, কলকাতা: মালদহ ডিভিশনে এক দিনে ৩.৭৪ কোটি টাকার রেকর্ড পরিমাণ স্ক্র্যাপ বিক্রি ! বিকল্প আয়ের সন্ধান করতে নেমে এই প্রক্রিয়ায় রেকর্ড আয় করল পূর্ব রেলের মালদহ ডিভিশন। ইস্টার্ন রেলের মালদহ ডিভিশন ‘জিরো-স্ক্র্যাপ মিশন’-এর অধীনে টেকসই সম্পদ ব্যবস্থাপনা এবং রাজস্ব অপ্টিমাইজেশনের ক্ষেত্রে একটি অভূতপূর্ব মাইলফলক অর্জন করেছে। মালদহের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মনীশ কুমার গুপ্তের নির্দেশনায়, এই ডিভিশনটি সম্পদের দক্ষ ব্যবহার এবং স্বচ্ছ নিষ্পত্তিকরণ পদ্ধতিতে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে।
জিরো স্ক্র্যাপ মিশন (Zero Scrap Mission) হল ভারতীয় রেলওয়ের একটি উদ্যোগ, যার মূল লক্ষ্য হল রেলওয়ে স্টেশন, কর্মক্ষেত্র এবং ডিপোগুলো থেকে সমস্ত অপ্রয়োজনীয়, অব্যবহৃত বা ভাঙাচোরা সামগ্রী (স্ক্র্যাপ) চিহ্নিত করে বিক্রি করে দেওয়া, যা একদিকে যেমন রাজস্ব আয় বাড়ায়, তেমনই জায়গা পরিষ্কার রাখে এবং পরিবেশবান্ধবও বটে। এই মিশনের মাধ্যমে ভারতীয় রেল বিভিন্ন জোনে রেকর্ড পরিমাণ আয় করছে এবং একটি স্ক্র্যাপ-মুক্ত পরিবেশ তৈরি করতে সফল হচ্ছে।
advertisement
advertisement
২০২৫ সালের ১০ ডিসেম্বর, ডিভিশনটি একদিনে ৩.৭৪ কোটি টাকার ঐতিহাসিক স্ক্র্যাপ বিক্রি করে, যা আজ পর্যন্ত মালদহ ডিভিশনের রেকর্ড করা সর্বোচ্চ এক দিনের স্ক্র্যাপ নিষ্পত্তির রাজস্ব। এই বিক্রির সময়ে, প্রায় ৫৬৫.০৫ মেট্রিক টন স্ক্র্যাপ সামগ্রী—যার মধ্যে পি-ওয়ে স্ক্র্যাপ, স্ক্র্যাপ রেল এবং অন্যান্য বিবিধ সামগ্রী অন্তর্ভুক্ত ছিল—স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির জন্য রাখা হয়েছিল। এই রেকর্ড-ব্রেকিং অর্জনটি সর্বোত্তম সম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক দক্ষতার প্রতি ডিভিশনের প্রতিশ্রুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
advertisement
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, মালদহ ডিভিশন তার পারফরম্যান্সের গতি বজায় রাখতে এবং সুবিন্যস্ত পরিকল্পনা ও নিষ্পত্তির প্রক্রিয়ার মাধ্যমে ‘জিরো-স্ক্র্যাপ মিশন’-কে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2025 9:05 AM IST







