India Bangladesh News: বাংলাদেশে অশান্তির প্রভাব! ওপারে থাকা ভারতের জমিতে যেতে পারছেন না রাজ্যের কৃষকরা

Last Updated:

India Bangladesh news: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার থাকলেও সে দেশে ভারত সরকারের তরফে রয়েছে প্রায় ১৫০০ বিঘা জমি। সেই জমিই রক্ষণাবেক্ষণ করেই আয় হয় ভারতীয় কৃষকদের একাংশের।

+
চাষের

চাষের জমি

জলপাইগুড়ি: বাংলাদেশে অশান্তির জেরে এপার বাংলায় বন্ধ চাষাবাদ, বিপাকে পড়েছেন ভারতীয় কৃষকদের একাংশ। ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলির মধ্যে ইতিমধ্যেই সংবাদ শিরোনামে এসেছে জলপাইগুড়ির সদর ব্লকের সাতকুড়া, মানিকগঞ্জ। এরই সঙ্গে দোসর হয়েছে কাঁটাতারের ওপারে ভারতের জমিতে চাষাবাদ করতে না পারা।
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার থাকলেও সে দেশে ভারত সরকারের তরফে রয়েছে প্রায় ১৫০০ বিঘা জমি। সেই জমিই রক্ষণাবেক্ষণ করে, জমিতে চা থেকে শুরু করে ধান এবং অন্যান্য নানা সবজি চাষ করে অর্থ উপার্জন করতেন জলপাইগুড়ির মানিকগঞ্জ সংলগ্ন সাতকুরা (দক্ষিণ বেরুবাড়ী) এলাকার মানুষ। কিন্তু বাংলাদেশের উত্তাল পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে গেলেও কাঁটাতার পেরিয়ে সে দেশে যেতে পারছেন না কৃষকেরা। এতে যেমন জমির রক্ষণাবেক্ষণ বন্ধ ও পাশাপাশি বন্ধ চাষাবাদ।
advertisement
advertisement
একদিকে, যেমন চা গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করা যাচ্ছে না অন্যদিকে, ধান গাছ পরিচর্যা করা যাচ্ছে না। তাই জমির ফসল রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। রুজিরুটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন সীমান্ত গ্রামের কৃষকরা। এর আগে আধার কার্ড বিএসএফের কাছে জমা রেখে কাঁটাতার পেরিয়ে যাওয়া যেত ভারতের সেই জমিতে। কিন্তু গত কয়েক দিন ধরে ওপার বাংলার হিংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে বন্ধ সেই যাতায়াত। কবে পরিস্থিতির স্বাভাবিক হবে সেই চিন্তায় দিশেহারা এলাকার কৃষকরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
India Bangladesh News: বাংলাদেশে অশান্তির প্রভাব! ওপারে থাকা ভারতের জমিতে যেতে পারছেন না রাজ্যের কৃষকরা
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement