বিদ্যুৎ বিভ্রাটের জেরে ভারত-পাকিস্তান ম্যাচ মিস! বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে গ্রামবাসীরা যা করলেন...! জোর শোরগোল
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
India vs Pakistan: স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ দফতরের গাফিলতির কারণেই তাঁরা বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পারলেন না। বিদ্যুৎ না থাকায় টিভিতে খেলা দেখতে না পেরে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ছিল টানটান উত্তেজনা। কিন্তু রবিবাসরীয় সন্ধ্যায় সেই ম্যাচ দেখা থেকেই বঞ্চিত থাকতে হল! বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ গ্রামবাসীদের হাতে রাতভর আটক বিদ্যুৎ কর্মীরা। ধূপগুড়ি মহকুমার সাকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিকশোভা জ্যোতিষ কলোনি গ্রামে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে না পারার ক্ষোভে বিদ্যুৎ দফতরের কর্মীদের রাতভর আটকে রাখলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় বিদ্যুৎ সমস্যা চরম আকার নিয়েছে। কখনও লো ভোল্টেজ, কখনও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। রবিবার সকাল থেকেই গোটা গ্রামে বিদ্যুৎ ছিল না। ফলে হিমশিম খেতে থাকেন বাসিন্দারা। বারবার যোগাযোগ করেও বিদ্যুৎ দফতরের আধিকারিকদের থেকে কোনও সাড়া মেলেনি।
আরও পড়ুনঃ হঠাৎ বিকট শব্দ! মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ, গুরুতর আহত ১, পুলিশের জালে ৩
এদিকে রবিবারই ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। বিদ্যুৎ না থাকায় টিভিতে খেলা দেখতে না পেরে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। সারাদিন কেটে রাত নেমে এলেও বিদ্যুৎ ফেরেনি। অবশেষে রাতের বেলা বিদ্যুৎ দফতরের কর্মীরা গ্রামে পৌঁছে জানান, ট্রান্সফর্মারে ত্রুটি দেখা দিয়েছে। সেটি বদল না করলে বিদ্যুৎ আসবে না। তবে সেই কাজ রাতে সম্ভব নয় বলতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
advertisement
advertisement
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ দফতরের গাফিলতির কারণেই তাঁরা বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পারলেন না। এরপরই গ্রামবাসীরা রাতভর বিদ্যুৎ কর্মীদের আটকে রাখেন। আটকে রাখা হয় তাঁদের সঙ্গে আসা গাড়িটিও। দাবি ওঠে, রাতেই ট্রান্সফর্মার মেরামত করতে হবে। নাহলে কর্মীদের ছাড়া হবে না।
এই ঘটনায় গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দেন, উচ্চপদস্থ আধিকারিকদের গ্রামে না আনলে আটক কর্মীদের ছাড়া হবে না। অবশেষে ভোররাতে ট্রান্সফর্মার মেরামতের পর মুক্তি পান বিদ্যুৎ কর্মীরা। ঘটনাটি ঘিরে সমগ্র এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 15, 2025 1:28 PM IST