Bangladeshi Citizen: ৩৫ বছর ধরে বেআইনিভাবে ভারতে বসবাস বাংলাদেশি দম্পতির! নজরে আসতেই ঘটল ভয়ঙ্কর ঘটনা
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Bangladeshi Citizen: ৩৫ বছর আগে ভারতে প্রবেশ করেও শেষ রক্ষা হলো না। হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে পার হওয়ার সময় দুই বাংলাদেশিকে গ্রেফতার করল বিএসএফ।
দক্ষিণ দিনাজপুর: ৩৫ বছর আগে ভারতে প্রবেশ করেও শেষ রক্ষা হলো না। হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে পার হওয়ার সময় দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করল বিএসএফ। এদিন গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিক শেখ ইমরানকে (৫৮) পুলিশ হেফাজতের নির্দেশ দিল বালুরঘাট আদালত এবং তাঁর স্ত্রী জয়নাব বিবিকে (৫০) জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বালুরঘাট আদালত।
advertisement
পুলিশ সূত্রে খবর, বাংলাদেশি নাগরিক শেখ ইমরান ভারতে এসে তৈরি করে নিয়েছিল এ দেশের ভোটার, আধার কার্ড এবং পাসপোর্টও। যদিও তাঁর স্ত্রীর কাছে ভারতে বসবাসের কোনো বৈধ নথি ছিল না। সম্প্রতি ছত্তীসগঢ় পুলিশ অবৈধ ভাবে বসবাসকারীদের শনাক্ত করার কাজ শুরু করেছে। পুলিশের নজরে আসেন তাঁরা। তাই গ্রেপ্তারের ভয়ে হিলি সীমান্ত দিয়ে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে এমনটাই অভিযোগ। সেই পরিকল্পনা মতো হিলি স্থলবন্দরে পাসপোর্ট দেখিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করেন শেখ ইমরান।
advertisement
অন্য দিকে, হিলি সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানরা বাংলাদেশি মহিলা নাগরিক জয়নাব বিবিকে দক্ষিণ দিনাজপুরের চক গোপাল গ্রামের কাছে একটি বেড়াবিহীন এলাকা দিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় আটক করে।
এরপর জিজ্ঞাসাবাদের সময় বাংলাদেশি নাগরিক জয়নাব বিবি জানায় যে, সে ১৯৯০ সালে তাঁর স্বামী শেখ ইমরানের সঙ্গে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল এবং ছত্তিশগড়ের রায়পুরে বসবাস করছিল। তাঁর সঙ্গে থাকা শেখ ইমরান আগেই বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করেছিল। কিন্তু স্ত্রী আটক হতেই এবং জিজ্ঞাসাবাদ শুরু করতেই শেখ ইমরান সেখানে ফিরে আসেন। এরপর বিএসএফের কাছে আত্মসমর্পণ করেন। তবে কোন উদ্দেশ্যে এ পারে এসেছিলেন তাঁরা! উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 18, 2025 8:38 PM IST

