বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, শিলিগুড়িতে শাসক-বিরোধীর তরজা তুঙ্গে
- Published by:Uddalak B
Last Updated:
অন্য দিকে বিরোধীদের দাবী উড়িয়ে পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ সদস্য দুলাল দত্ত বলেন, যতটা ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে, পরিস্থিতি তা নয়।
#শিলিগুড়ি: শিলিগুড়িতে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংক্রমিতের সংখ্যা আড়াইশো ছাড়িয়ে গিয়েছে। এ জন্যে পুরসভার উদাসীনতাকেই দায়ী করেছে বিজেপি। আজ পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈন অভিযোগ করেন, যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে ডেঙ্গি মহামারির পথে। অথচ হেলদোল নেই পুরসভার। পুরসভার স্বাস্থ্য এবং জঞ্জাল অপসারণ বিভাগের কর্মীরা ওয়ার্ড পরিদর্শনে যাচ্ছেন না। অথচ অন্য সব কাজ করছেন। যে বিশেষ টিম তৈরী করা হয়েছে তা কি কাজ করছে, সেটা নজরদারী করা হচ্ছে না। পুরসভার ব্যর্থতায় ছড়াচ্ছে ডেঙ্গি। অবিলম্বে ডেঙ্গি প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কেন না সামনেই উৎসবের মরশুম। তার আগে সংক্রমণ কমাতে হবে।
অন্য দিকে বিরোধীদের দাবী উড়িয়ে পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ সদস্য দুলাল দত্ত বলেন, যতটা ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে, পরিস্থিতি তা নয়। শিলিগুড়ি একেই ডেঙ্গিপ্রবণ এলাকা। চলতি বছরে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫৭ জন। গত দু'দিনে সংখ্যাটা ৫০। তবে সব ওয়ার্ডে নয়। পুরসভার ৪ এবং ৫ নং ওয়ার্ডে সংক্রমণের সংখ্যা বেশী। বিজেপির দখলে থাকা ২ ওয়ার্ডের কাউন্সিলরদের দুরদর্শিতার অভাবেই সংখ্যাটা বাড়ছে। ওই দুই ওয়ার্ডে বাড়ি বাড়ি জমা জল। সঙ্গে খাটাল। তার থেকেই ডেঙ্গি মশার বংশবৃদ্ধি হচ্ছে। দুই ওয়ার্ডের বাসিন্দাদেরও আরও সচেতন হতে হবে। পুরসভা ডেঙ্গি নিয়ন্ত্রণে সব কাজই করছে। ফগিং, স্প্রেয়িং করা হচ্ছে নিয়মিত। একটি সার্ভে টিম প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছে। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ৫০ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নভেম্বরেই! ব্যাঙ্কগুলিকে 'টার্গেট' বেঁধে দিল নবান্ন
শাসক - বিরোধীদের তরজার মাঝেই ডেঙ্গি মশা শহরজুড়ে জাল ছড়াচ্ছে দ্রুত। দুশ্চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। বাড়ছে উদ্বেগ। সম্প্রতি পুরসভার ৫ বরোর হাতেই গাপ্পি মাছ তুলে দেন মেয়র। মূলত মশার লার্ভা নিয়ন্ত্রণে গাপ্পি মাছ ছাড়া হয় সব ওয়ার্ডেই। তবুও দাপট কমেনি ডেঙ্গির। উলটে বিস্তার বাড়াচ্ছে শহরজুড়ে। উৎসবের মরশুমে স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় শহর। স্থানীয় বাসিন্দাদেরো অভিযোগ, নিয়মিত নর্দমা সাফাই বা জঞ্জাল অপসারণে খামতি রয়েছে পুরসভার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Sep 10, 2022 10:20 PM IST







