Falakata: ফুটবল দল নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা! উঠল নানা প্রসঙ্গ, এরপরেই সাংঘাতিক কাণ্ড! ফালাকাটায় চরম নৃশংসতা

Last Updated:

Falakata Incident: ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই ফুটবল ক্লাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসার জেরে ঘটে গেল সাংঘাতিক কাণ্ড। রাগের চোটে স্ত্রীর গলায় ধারালো অস্ত্রের কোপ বসালেন স্বামী। আলিপুরদুয়ার ফালাকাটায় স্বামীর হাতে মৃত্যু হল মহিলার।

ফালাকাটায় স্বামীর হাতে খু*ন স্ত্রী
ফালাকাটায় স্বামীর হাতে খু*ন স্ত্রী
ফালাকাটা, আলিপুরদুয়ার, অনন্যা দে: ইস্টবেঙ্গল ও মোহনবাগান ফ্যানেদের ঝগড়া সকলের জানা। দুই ক্লাবের ফুটবল খেলা দেখতে গিয়ে দল নিয়ে স্বামী-স্ত্রীর বচসা অবাক করার মত। তাঁর চেয়েও বেশি আশ্চর্য হতে হবে বচসার পর যা ঘটল তা নিয়ে। আলিপুরদুয়ার ফালাকাটার ঘটনা জানুন।
পাড়ার মাঠে ফুটবল টুর্নামেন্ট দেখতে গিয়েছিলেন স্বামী-স্ত্রী। সেখান থেকে ফুটবল দল নিয়ে বচসা শুরু। এরপর ধীরে ধীরে উঠতে শুরু করে নানান প্রসঙ্গ। অবশেষে বাড়ি ফিরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় কোপ বসানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
আরও পড়ুনঃ সকাল সকাল কাজে যাওয়ার পথে মর্মান্তিক কাণ্ড! ট্রাক্টরের ধাক্কায় পিষে গেলেন বাইক আরোহী, হেলমেট থাকা সত্ত্বেও…! রক্তে ভাসছে এলাকা
প্রতিবেশীরা সূত্রে খবর, শুধু ফুটবল খেলার জন্য নয়, পারিবারিক বিবাদের জেরে নিজের স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে হত্যা করেছে তাঁর স্বামী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা যোগেন্দ্রপুর এলাকায়। জানা যায়, রবিবার রাতে ওই স্বামী-স্ত্রী দুজনই নৈশ ফুটবল টুর্নামেন্ট দেখে বাড়ি ফেরার সময় তাদের মধ্যে বচসা শুরু হয়। প্রথমে চলছিল ফুটবল দল নিয়ে বচসা। বাড়িতে ঢোকার পরেই পারিবারিক বিভিন্ন কারণ উঠে আসতে শুরু করে। এরপরই স্ত্রী নীলিমা বর্মনের গলায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান স্বামী সুরেশ বর্মন। ‌রাতেই রক্তাক্ত অবস্থায় তাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী। ‌কর্তব্যরত চিকিৎসক মহিলার এমন অবস্থা দেখে বিষয়টি জানান ফালাকাটা থানার পুলিশকে। ‌
advertisement
advertisement
হাসপাতালে ফালাকাটা থানার পুলিশ
হাসপাতালে ফালাকাটা থানার পুলিশ
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ আসার পরেই জিজ্ঞাসাবাদ করলে সুরেশ বর্মন সব ঘটনা স্বীকার করে। এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করে। নীলিমা বর্মনের মৃত্যু হয় হাসপাতালে। অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়েছেন ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Falakata: ফুটবল দল নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা! উঠল নানা প্রসঙ্গ, এরপরেই সাংঘাতিক কাণ্ড! ফালাকাটায় চরম নৃশংসতা
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: 'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
  • বিহার নির্বাচনের জন্য এনডিএ-এর আসন রফা চূড়ান্ত৷

  • নীতীশ কুমারের জেডিইউ-কে বাড়তি আসন ছাড়ল না বিজেপি৷

  • গুরুত্ব চিরাগ পাসওয়ানকে৷

VIEW MORE
advertisement
advertisement