মদ খাওয়ার টাকা মেলেনি, তাই অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধড়ক মার! শেষমেষ বড় সিদ্ধান্ত আক্রান্ত গৃহবধূর

Last Updated:

অভিযুক্ত স্বামীর খোঁজে পুলিশ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সেবক দেবশর্মা, মালদহ:  নিজের কষ্টার্জিত টাকা মদ্যপানের জন্য স্বামীর হাতে তুলে দেননি। আর এই অপরাধের জন্যই মিলল চরম 'শাস্তি'। অন্তঃসত্ত্বা হয়েও স্বামীর অমানবিক অত্যাচার থেকে রেহাই পেলেন না।স্বামীকে মদের টাকা না দেওয়ায় ছয়মাসের অন্তঃসত্ত্বা বধূকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। স্বামীর অত্যাচার থেকে রেহাই পেতে কন্যা সন্তান নিয়ে থানার দ্বারস্থ হলেন আক্রান্ত গৃহবধূ। শরীরের একাধিক জায়গায় মারধরের চিহ্ন স্পষ্ট।
সোমবার দুপুরে মালদহের চাঁচল থানায় স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের লিখিত অভিযোগ করলেন অন্তঃসত্ত্বা বধূ শুক্লা মাঝি।জানা গিয়েছে, চার বছর আগে চাঁচল থানার কাণ্ডারণ এলাকার বাসিন্দা রাজা সাহার সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় গ্রামেরই শুক্লা মাঝির। স্বামী পেশায় মোটর গ্যারেজ মেকানিক। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে।বিয়ের পর প্রথম প্রথম সব ঠিকঠাকই চলছিল। কিন্তু কিছুদিন আগে থেকে স্বামী মাদকাশক্ত হয়ে পড়ে। রোজগারের টাকা নানাভাবে নেশা করে খরচ করে স্বামী। বারবার বুঝিযেও কোনও লাভ হয়নি। এমনকি স্বামী সংসার খরচ না দেওয়ায় সন্তানকে নিয়ে একাধিক বার ভিনরাজ্যেও কাজে গিয়ে সংসারের হাল ধরেছেন। এরপরেও শোধরাননি স্বামী।এমনকি স্ত্রীর কাছ থেকে টাকা চেয়ে মদপান করেন স্বামী বলে অভিযোগ। টাকা না দিলে প্রায়ই নানা অজুহাতে মারধর করা হয়।
advertisement
সম্প্রতি নির্যাতনে মাত্রা আরও বাড়ে। মানসিক ও শারীরিক ভাবে হামেশাই নির্যাতন করা হয় বলে অভিযোগ। গত আটমাস ধরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় স্বামী। রবিবার প্রতিবাদ করায় স্বামীর হাতে বেধড়ক মার খেতে হয় স্ত্রীকে।  মাটিতে ফেলে চর, কিল ও ঘুষি মেরে আঘাত করা হয়।এমনকি 'খুন' করার উদ্দেশ্যে স্বামী শ্বাসরোধ করে রাখে বলে অভিযোগ। ওই গৃহ বধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে কোনওরকমে রক্ষা পায়। পরে সামসী গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা হয় শুক্লা দেবীর।
advertisement
advertisement
আরও পড়ুন - দেশের এই জনজাতির অদ্ভুত রীতি, বর-কনে বাছতে এক রাতের সঙ্গী হয় দু’জন, নিয়ম চমকে দেবে
অভিযোগকারী বধূ শুক্লা মাঝি জানান, স্বামীর সঙ্গে সংসার করার জন্য অনেক অত্যাচার সহ্য করেছি। আবার সংসার করতে চাই। তাই সুবিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। সংসার চালানোর জন্য অন্যের বাড়ি থেকে চেয়ে চেয়ে রান্না করে খায়।
advertisement
অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত স্বামীর খোঁজ চলছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মদ খাওয়ার টাকা মেলেনি, তাই অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধড়ক মার! শেষমেষ বড় সিদ্ধান্ত আক্রান্ত গৃহবধূর
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement