Jalpaiguri: ভিনরাজ্যের গাড়িতে বান্ডিল-বান্ডিল টাকা, জলপাইগুড়ির ঘটনায় বিস্ফোরক দাবি মমতার
- Published by:Suman Biswas
Last Updated:
Jalpaiguri: রবিবার দুপুরে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া চৌপথি তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় এই টাকা। ঘটানায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
#জলপাইগুড়ি: ভিন রাজ্যের গাড়ি থেকে উদ্ধার বিপুল অঙ্কের টাকা, চাঞ্চল্য জলপাইগুড়িতে। তদন্তে জেলা পুলিশ। বিহারের একটি গাড়িতে থাকা অতিরিক্ত টায়ারের মধ্যে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ নগদ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে সেই অভিপ্রায় ভেস্তে দিল পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে মিলল ৯৪টি মোটা টাকার বান্ডিল। অনুমান প্রায় ৫০ লক্ষ টাকা আছে এই সকল বান্ডিলে, যে টাকা গুলি গাড়ির টায়ারে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। জলপাইগুড়িতে গাড়ির অতিরিক্ত টায়ার থেকে এই বিপুল টাকা উদ্ধারের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মানি, গুনস অ্যান্ড গানস ফর বিজেপি।”
রবিবার দুপুরে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া চৌপথি তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় এই টাকা। ঘটানায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় গাড়িতে থাকা ৫ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বানারহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসে পৌছায় যে ধূপগুড়ি দিক থেকে এশিয়ান হাইওয়ে ৪৮ হয়ে একটি ছোট গাড়িতে বিপুল পরিমান টাকা নিয়ে তেলিপাড়ার দিকে আসছেন কয়েকজন ব্যক্তি।
advertisement
advertisement
খবর পাওয়া মাত্র বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ তেলিপাড়ায় নাকা চেকিং শুরু করে। তল্লাশি চালাতে গিয়ে একটি কালো রঙের ছোট গাড়ি আটক করে পুলিশ। ওই গাড়িতে ৫ জন ব্যক্তি ছিল। পুলিশ ওই ব্যক্তিদের টাকা নিয়ে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করলে তারা সে ব্যাপারে অস্বীকার করেন। তবে পুলিসের চোখ এড়িয়ে যেতে সফল হয়নি তারা। গাড়িতে থাকা অতিরিক্ত একটি টায়ারের দিকে চোখ যেতেই সন্দেহ হয় পুলিশের। গাড়িটি আটক করে বানারহাট থানায় নিয়ে এসে টায়ার খুলতেই সেখান থেকেই ৯৪ টি মোটা টাকার বান্ডিল উদ্ধার হয়।
advertisement
তবে কত টাকা সেখান থেকে উদ্ধার হয় সে বিষয়ে এখন ও পর্যন্ত কিছু জানায়নি পুলিশ। গাড়িতে থাকা ৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক করা গাড়িটির নাম্বার প্লেট অনুযায়ী গাড়িটি বিহারের পুর্নিয়ার বলে জানা গিয়েছে। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, গাড়িটিতে মোটা অঙ্কের টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির অভিমুখ ছিল আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার দিকে।
advertisement
জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানান, ‘একটি গাড়ি আটক করা হয়েছে। গাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে।ব্যাংক কর্মীদের ডাকা হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখার পরই এবিষয়ে বলা সম্ভব হবে। ’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2022 2:20 PM IST