Marigold Winter Care: ফুলে ভরে যাবে গোটা গাছ! লাভ বাড়বে কয়েকগুণ, শীতকালে গাঁদাফুল চাষে মেনে চলুন শুধু এই কটি ছোট্ট ছোট্ট টিপস
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
শীতকালে গাঁদার পাতায় ও ফুলে দাগ ও ধ্বসা রোগ দেখা দেয়। এগুলি আসলে ছত্রাক।
শিলিগুড়ি: স্বল্প পুঁজিতে ব্যবসায়ীক ফুলচাষ করতে হলে প্রথমেই গাঁদা ফুলে চাষের কথা মাথায় আসে। পুজোর ফুল হিসেবে, অনুষ্ঠান বাড়ি সাজাতে, তোড়া ও খুচরো ফুল হিসাবে গাঁদা ফুল অপরিহার্য। তবে শীতকালে গাঁদার পাতায় ও ফুলে দাগ ও ধ্বসা রোগ দেখা দেয়। এগুলি আসলে ছত্রাক।এই মরশুমে কুয়াশা ও শিশিরের আর্দ্রতায় গাঁদা গাছের পাতায় বাদামী দাগ পরে পচা কালো রূপ নেয়। অল্টারনেরিয়া ছত্রাকের দাগে গোল রিঙের মত কালো দাগ পড়ে। বেশী আক্রমণে ফুলেও বাদামী দাগ ও ধ্বসা ফলন পুরো নষ্ট করে। মাঠে যত গাঁদাচাষ হয়, তার প্রধান শত্রু এই রোগ।
এর প্রতিকার খুব সহজ কার্বেন্ডাজিম এবং ম্যান্কোজেবের মিশ্র ছত্রাকনাশক ১.৫ গ্রাম প্রতি লিটার জলে আঠা সহযোগে স্প্রে দিতে হবে। এছাড়াও পাউডারি মিলডিউ পাতার উপরে সাদা পাউডারের মত ছত্রাকে গাছ দুর্বল হয়ে মারা পড়ে। তার জন্য কার্বেন্ডাজিম ও ম্যান্কোজেবের মিশ্র ছত্রাকনাশক ১.৫ গ্রাম প্রতি লিটার জলে আঠা সহযোগে স্প্রে। এছাড়াও জাব পোকা, থ্রিপস বা চোষী পোকা, এগুলি পাতার রস শোষনকারী পোকা। এগুলি থেকে বাঁচতে ইমিডাক্লোপ্রিড ১ মিলি প্রতি ৩ লিটার জলে গুলে নিয়মিত স্প্রে করতে হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষি বিশেষজ্ঞ দীপন মন্ডল বলেন, গাছের গোড়ায় জল জমলে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আগাছা জন্মালেই নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে।
advertisement
গাঁদা ফুলে রোগ বালাই তেমন হয়না। তবে জাব পোকা বা ছত্রাকজনিত সংক্রমণ ঘটলে খুব সহজেই তা থেকে রেহাই পাওয়া যায়। গাছ বড় হলে খুঁটির সঙ্গে বেঁধে দিলে গাছ সোজা থাকে। এতে ফুলের গুনগত মান ভাল হয়। গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি করার জন্য ফুল আসার একমাস আগে গাছের ডগা ভেঙে দিতে হবে। একটি শাখায় ঘন হয়ে অনেকগুলো ফুল বা কুঁড়ি ধরলে উপরের একটি বা দুইটি রেখে বাকিগুলো ভেঙ্গে দিতে হবে যাতে ফুল বড় হয়।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2024 2:19 PM IST









