Housewife Suicide in South Dinajpur: ঋণদানকারী সংস্থার চাপ? লক্ষাধিক টাকা ঋণের দায়ে বিষ খেয়ে আত্মঘাতী গৃহবধূ!

Last Updated:

South Dinajpur: গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে ঋণ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে তাঁকে ফের ঋণ পরিশোধের জন্য চাপ দেওয়া হয়।

#দক্ষিণ দিনাজপুর: ঋণের দায়ে বিষ পান করে আত্মঘাতী গৃহবধূ। গৃহবধূর এই আত্মহত্যার ঘটনায় ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠছে। বিষ খেয়ে আত্মঘাতী হন দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের লালপুর এলাকার এক গৃহবধূ। পুলিশ সূত্রের খবর, হিলি ব্লকের লালপুর এলাকার বাসিন্দা রীতি অধিকারী এক ঋণ প্রদানকারী সংস্থার কাছ থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নেন। ওই সংস্থার পক্ষ থেকে গৃহবধূ রীতিকে ঋণ পরিশোধ করবার জন্য বেশ কিছুদিন ধরেই চাপ দেওয়া হচ্ছিল বলে আত্মঘাতী গৃহবধূর বাড়ির লোকের অভিযোগ।
গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে ঋণ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে তাঁকে ফের ঋণ পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। অভিযোগ, শুধু চাপই নয়, ওই গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয় ঋণ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে। এই ঘটনায় বিপর্যস্ত হয়ে ওই গৃহবধূ বিষ খেয়ে নেন বলে পরিবারের লোকেদের অভিযোগ। শুক্রবার ওই গৃহবধূ বিষপান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলে তাঁকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হয়।
advertisement
advertisement
বিষ খেয়ে আত্মহত্যার এই ঘটনায় বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু ঘটলে রবিবার ওই গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বালুরঘাট পুলিশ মর্গে। ঘটনার পর ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে ঋণ প্রধানকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানানো হবে বলেও জানা গিয়েছে।
advertisement
অন্যদিকে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ওই ঋণ প্রদানকারী সংস্থার বক্তব্য জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ঋণ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে কোনও বক্তব্য পেশ করতে অস্বীকার করা হয়।
Anup Sanyal
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Housewife Suicide in South Dinajpur: ঋণদানকারী সংস্থার চাপ? লক্ষাধিক টাকা ঋণের দায়ে বিষ খেয়ে আত্মঘাতী গৃহবধূ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement