Viral Optical Illusion Phone Image: অপটিক্যাল ইলিউশন মানুষকে বিভ্রান্ত করে এবং চোখে ধাঁধা লাগিয়ে দেয়। মাঝে মাঝে মাথাকে খাটানোর জন্য অপটিক্যাল ইলিউশন দুর্দান্ত কাজ করে। ইদানীং ইন্টারনেটে নানান অপটিক্যাল ইলিউশন হামেশাই ভাইরাল হয়। তেমনই একটি ইলিউশন হল এই কার্পেটের ছবিটি। আপাতদৃষ্টিতে সুদৃশ্য ফুলকারি নজরে পড়বে সকলেরই। তবে ভালো করে নজর আর মাথা খাটালে দেখা যাবে কার্পেটের মধ্যে রয়েছে একটি মোবাইল ফোনও!
এই গালিচাটির ছবিটি একবার ভালো করে দেখুন এবং খুঁজুন তো দেখি মোবাইল ফোনটি!
আরও পড়ুন- কর্ণাটকে নির্মলা, মহারাষ্ট্রে পীযূষ! রাজ্যসভা ভোটে প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির
আপনি কি কার্পেটের মধ্যে লুকনো ফোন দেখতে পেয়েছেন আদৌ? ছবিতে সকলেরই চোখে পড়বে নকশা। এই নকশা ধরেই খুঁজতে হবে আপনাকে। ছবির কার্পেটটির ধার ঘেঁষে রয়েছে মোবাইল ফোনটি।
তাও পেলেন না? ছবির ডান দিকের কাছাকাছি ভালো করে দেখুন। কার্পেটের উপর রাখা টেবিলের কাছেই লুকিয়ে রয়েছে মোবাইল ফোনটি। টেবিলের ডান দিকে নজর ফেরান একটু!
এই সুন্দর কার্পেটের ছবিতে, ডানদিকে দু’টি স্ট্রিপ রয়েছে। তার মধ্যেই রয়েছে একটি ফোন আছে। এবার ভালো করে দেখুন। আপনি নিশ্চয়ই এবার খুঁজে পেয়েছেন? একান্তই যদি মাথা কাজ না করে বা চোখে ধাঁধা লেগে গিয়ে থাকে, তাহলে আপনার জন্য এখানে রইল উত্তর। তবে উত্তর জানলে নিজের হাত কামড়াতে ইচ্ছে হবেই!
আরও পড়ুন- মহিলা নয়, পুরুষদের কামড়াতেই বেশি পছন্দ করে মশারা! কারণ জানলে অবাক হবেন!
মোবাইল ফোনটি বা আইফোন ক্যামেরাটি এই কার্পেটের উপরের ডানদিকে সাদা টেবিলের পাশের স্ট্রিপের উপর রয়েছে। নকশার কারণে সেটি এমনভাবে হারিয়ে গিয়েছে যে খুঁজে পাওয়া দুষ্কর! নিচের ছবিটি দেখুন।
এই ছবিটি ফেসবুকে আগে কোথাও ভাইরাল হয়েছিল এবং বিভিন্ন কারণে ফের তা জনপ্রিয় হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।