Death Mystery: নিজেই নিমন্ত্রণ করে ঘরে আসতে বলেছিলেন, সবাই এসে দেখলেন ঝুলছেন গহবধূ! ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

Death Mystery: ঘরের ভিতরে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে ধন্ধে পুলিশ। বিয়ের চার বছরের মধ্যেই মৃত্যু হল গৃহবধূ, এই নিয়ে পরিবারের অভিযোগ খুন করে ফাসিতে ঝোলানো হয়েছে। যদিও শ্বশুরবাড়ির দাবি আত্মহত্যা করেছে।

ভয়ঙ্কর ঘটনা
ভয়ঙ্কর ঘটনা
রকি চৌধূরী, ধূপগুড়ি: ঘরের ভিতরে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে ধন্ধে পুলিশ। বিয়ের চার বছরের মধ্যেই মৃত্যু হল গৃহবধূ, এই নিয়ে পরিবারের অভিযোগ খুন করে ফাসিতে ঝোলানো হয়েছে। যদিও শ্বশুরবাড়ির দাবি আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির মাগুরমারী ১ নং গ্রাম পঞ্চায়েতের কাচুয়াপাড়া এলাকায়। ওই মহিলার নাম মৌসুমী বেগম (২৩)। পরিবারের দাবি, শুক্রবার রাত ১১টা নাগাদ বাপের বাড়ির সদস্যদের ফোন করে মৌসুমী জানিয়েছিলেন, রবিবার শ্বশুরবাড়িতে অনুষ্ঠান রয়েছে, সবাইকে আসতে হবে। এমনকি মাকেও আলাদা করে বলে দিয়েছিলেন আসার সময় বাড়ি থেকে পান নিয়ে আসতে। এরপর হঠাৎই বন্ধ হয়ে যায় তাঁর মোবাইল ফোন। শনিবার সকালে এলাকার এক মহিলা মৃতার পরিবারকে ফোন করে জানান, মৌসুমী আত্মহত্যা করেছেন।
advertisement
advertisement
খবর পেয়ে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃতার কাকা শফিউল হক জানান, সাড়ে চার বছর আগে মৌসুমীর বিয়ে হয়। তাঁর তিন বছরের একটি ছেলে রয়েছে। পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির অত্যাচারের জেরেই মেয়েকে হত্যা করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট করে খুনের পর তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। এর আগেও মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে মেয়েকে বাপের বাড়ি নিয়ে আসা হয়েছিল। পরে আলোচনার মাধ্যমে স্বামীর কাছে ফেরত পাঠানো হয়।
advertisement
ঘটনার পর মৃতার পরিবার ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এটি আত্মহত্যা নাকি খুন সেই বিষয়টি খতিয়ে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Death Mystery: নিজেই নিমন্ত্রণ করে ঘরে আসতে বলেছিলেন, সবাই এসে দেখলেন ঝুলছেন গহবধূ! ভয়ঙ্কর ঘটনা
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement