Higher Secondary Result 2024: ৮০ শতাংশ প্রতিবন্ধকতা নিয়ে উচ্চমাধ্যমিকে ৯২% নম্বর! বালুরঘাটের পায়েলের বিরাট চমক

Last Updated:

Higher Secondary Result 2024: বালুরঘাট মহিলা কলেজের পক্ষ থেকে ৫০০০ টাকার চেক, কলম, ডায়েরি, উত্তরীয় এবং মানপত্র তুলে দেওয়া হয় পায়েলের হাতে। অধ্যক্ষ জানান, পায়েল যদি বালুরঘাট মহিলা কলেজে ভর্তি হয় তবে আগামী চার বছর তার পড়াশোনার সমস্ত দায়-দায়িত্ব নেবেন তাঁরা

+
কৃতি

কৃতি ছাত্রী পায়েল

দক্ষিণ দিনাজপুর: হাঁটাচলা তো অনেক পরের ব্যাপার, সরু ও রুগ্ন হাত দুটো কোন‌ও ভারী কাজ করতে পারে না। শুধুমাত্র কোনরকমে কলম চালাতে শিখেছেন। আর তাতেই বাজিমাত। ৮০ শতাংশ বিশেষভাবে সক্ষম পায়েল পাল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯২ শতাংশ নাম্বার পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন।
বিশেষভাবে সক্ষম পায়েলের এই সাফল্য ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। এবার সেই পায়েল পালের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিতে চলেছে বালুরঘাট মহিলা কলেজ কর্তৃপক্ষ। এদিন মহিলা কলেজের পক্ষ থেকে পায়েলের বাড়িতে অধ্যক্ষ গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তারপর পড়াশোনার যাবতীয় দায়ভার গ্রহণ করার কথা জানান।
advertisement
advertisement
বালুরঘাট মহিলা কলেজের পক্ষ থেকে ৫০০০ টাকার চেক, কলম, ডায়েরি, উত্তরীয় এবং মানপত্র তুলে দেওয়া হয় পায়েলের হাতে। অধ্যক্ষ জানান, পায়েল যদি বালুরঘাট মহিলা কলেজে ভর্তি হয় তবে আগামী চার বছর তার পড়াশোনার সমস্ত দায়-দায়িত্ব নেবেন তাঁরা। বিষয়টি জানার পরে খুশির হাওয়া পায়েলের পরিবারে। এই বিষয়ে বালুরঘাট মহিলা কলেজের অধ্যক্ষ বিমান চক্রবর্তী বলেন, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর টিভি সহ অন্যান্য গণমাধ্যমে তিনি পায়েলের খবরটি দেখেন। এরপরই আলোচনা করে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
advertisement
জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই বেড়ে উঠেছে পায়েল। স্কুলে যাতায়াত থেকে শুরু করে সমস্ত কিছুই মায়ের কোলে চেপে করতে হয় তাকে। উচ্চতা দেখলে মনে হবে যেন ছোট্ট শিশু। কোমরের নীচ থেকে বাকি দেহ কার্যত অসার। হাঁটাচল তো দূরের কথা, হাতের অবস্থা এতই খারাপ যে কোনও ভারী কাজ করতে গেলেও রীতিমত বেগ পেতে হয়। বসে বসেই কাটে দিন। এই বাধা-বিপত্তি পেরিয়েই আগামী দিনে সে ভূগোলে অনার্স নিয়ে পড়াশুনা করতে চায়।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Higher Secondary Result 2024: ৮০ শতাংশ প্রতিবন্ধকতা নিয়ে উচ্চমাধ্যমিকে ৯২% নম্বর! বালুরঘাটের পায়েলের বিরাট চমক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement