Alipurduar News: হাইটেক পদ্ধতিতে আলু চাষ!খরচ কম লাভও বেশি, জানুন বিস্তারিত
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
Last Updated:
Alipurduar News: হাইটেক পদ্ধতিতে নেট হাউজের মাধ্যমে আলু বীজ উৎপাদন করছেন আলিপুরদুয়ারের কৃষকরা। কালচিনি ব্লকের লতাবাড়ি,নিমতি এলাকায় গেলে এমন ৮ টি নেট হাউজ দেখা যাবে।
আলিপুরদুয়ার: হাইটেক পদ্ধতিতে নেট হাউজের মাধ্যমে আলু বীজ উৎপাদন করছেন আলিপুরদুয়ারের কৃষকরা। কালচিনি ব্লকের লতাবাড়ি,নিমতি এলাকায় গেলে এমন ৮ টি নেট হাউজ দেখা যাবে। সরকারি উদ্যোগ বঙ্গশ্রী প্রকল্পের অন্তর্গত এই হাইটেক পদ্ধতিতে আলু চাষ। এভাবে চাষের মধ্য দিয়ে নয়া দিশা দেখতে পাবেন অন্যান্য কৃষকরা বলে আশাবাদী কৃষকরা।আধুনিক এই পদ্ধতিতে কীভাবে আলুর বীজ উৎপাদন সম্ভব?সেই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পেয়েছেন এই কৃষকেরা।
পশ্চিমবঙ্গের আলু চাষ মূলত পঞ্জাবের বীজ নির্ভর। রাজ্যে যে পরিমাণ আলুর বীজ ব্যবহার হয় তার প্রায় সবটাই আসে পঞ্জাব থেকে। তবে এই বীজ কতটা সার্টিফায়েড তা নিয়ে বরাবর প্রশ্ন তুলেছেন কৃষকেরা। এদিকে প্রতি বছরই আলু বীজের দাম বেড়ে চলেছে। গত বছর আলু বীজের ৫০ কেজির বস্তার দাম ছিল আড়াই থেকে ৩ হাজার টাকা। অর্থাৎ এক কেজি বীজের বস্তা কিনতে খরচ হত প্রায় ষাট টাকা।
advertisement
সেই বীজ এবার কিনতে হচ্ছে ৫ হাজার টাকায়। অর্থাৎ এবছরে একবস্তা বীজ কিনতে খরচ হয়েছে পঁচাশি থেকে নব্বই টাকা। এক বিঘা জমিতে চাষ করতে লাগে এমন ৩ বস্তা আলু। বীজের দাম বাড়ায় চাষের খরচও এক ধাক্কায় বিঘা প্রতি বেড়ে গিয়েছে। কৃষকদের লাভ নিশ্চিত করতে তাই বীজের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে রাজ্য সরকার। এই বিষয়ে কৃষক ডালিম রাভা জানান,”পঞ্জাব থেকে আলু বীজ এনে চাষ করা খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছিল। গত বছর তিনটি নেট হাউজে আমরা পরীক্ষামুলক চাষ করে সুফল পাই। তারপর এবারে বৃদ্ধি পেল চাষ।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ Rohit Sharma: উড়বে বিপক্ষের রাতের ঘুম! টি-২০ বিশ্বকাপের আগে নতুন ‘অস্ত্রে শান’ রোহিত শর্মার
আধুনিক পদ্ধতিতে আলুবীজ উৎপাদন এই প্রথম শুরু হল কালচিনি ব্লকে। এই পদ্ধতিতে লাভবান হবেন কৃষকেরা বলে আশায় বুক বাঁধছেন সকলেই। তাদের কথায় সরকারি সহায়তা মিলছে। তারা আশা রাখছে অর্ধেক দামে আলু বীজ বিক্রি করে লাভবান হবেন তারা।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2024 7:05 PM IST