Heroic Rescue : জলের তোড়ে খড়কুটোর মতো ভেসে যাচ্ছিল হরিণ, ভয়াল স্রোতে ঝাঁপ একদল যুবকের! তারপর যা হল, দেখলে চোখে জল আসবে

Last Updated:

Heroic Rescue : নদীর স্রোতে ভেসে যাচ্ছিল হরিণটি। প্রাণপণ চেষ্টা করে ওই যুবকরা সাঁতরে পৌঁছে হরিণটিকে টেনে আনেন নদীর ধারে শুকনো জমিতে। ছুটে আসেন বন কর্মীরা।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরী : একদিকে একটানা বৃষ্টির জেরে জলঢাকা নদীর বন্যায় বিপর্যস্ত মাগুরমারী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। চারিদিকে জলমগ্ন। ঘরবাড়ি তলিয়ে গিয়েছে জলের তলায়। ঠিক সেই সময় নিজের জীবনের কথা না ভেবে একদল সাহসী যুবক ঝাঁপিয়ে পড়লেন উত্তাল নদীতে। বন্যার জলে ঢুবতে থাকা একটি হরিণকে বাঁচাতে প্রাণ হাতে নিলেন তাঁরা।
মাগুরমারীর ডোকসাপাড়া এলাকায় এই হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে। ভুটান ও সিকিম পাহাড় থেকে নামা প্রবল জলে জলঢাকা নদী ফুলে-ফেঁপে উঠেছে। নদীর স্রোতে ভেসে যাচ্ছিল হরিণটি। প্রাণপণ চেষ্টা করে ওই যুবকরা সাঁতরে পৌঁছে হরিণটিকে টেনে আনেন নদীর ধারে শুকনো জমিতে।
advertisement
advertisement
খবর পেয়ে মরাঘাট রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তখন গ্রামবাসীরা আহত হরিণটিকে তুলে দেন বনকর্মীদের হাতে। তারপর ওই হরিণটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বনকর্মীরা জানিয়েছেন, চিকিৎসার পর হরিণটিকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন : রাত দু’টোয় দরজা খুলে ঢুকে প্রতিবেশী যুবকের ‘নোংরা’ খেলা! কিশোরীর ওপর নি*র্যাতন চালিয়ে প্রা*ণনাশের হুমকি
ভুটান পাহাড় ও সিকিম পাহাড়ের জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল। জলে ডুবে প্রাণ হারিয়েছে একটি গণ্ডারও। এর মাঝেই হরিণের জীবন বাঁচিয়ে গ্রামবাসীরা যে উদাহরণ গড়লেন, তা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Heroic Rescue : জলের তোড়ে খড়কুটোর মতো ভেসে যাচ্ছিল হরিণ, ভয়াল স্রোতে ঝাঁপ একদল যুবকের! তারপর যা হল, দেখলে চোখে জল আসবে
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement