Heroic Rescue : জলের তোড়ে খড়কুটোর মতো ভেসে যাচ্ছিল হরিণ, ভয়াল স্রোতে ঝাঁপ একদল যুবকের! তারপর যা হল, দেখলে চোখে জল আসবে
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Heroic Rescue : নদীর স্রোতে ভেসে যাচ্ছিল হরিণটি। প্রাণপণ চেষ্টা করে ওই যুবকরা সাঁতরে পৌঁছে হরিণটিকে টেনে আনেন নদীর ধারে শুকনো জমিতে। ছুটে আসেন বন কর্মীরা।
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরী : একদিকে একটানা বৃষ্টির জেরে জলঢাকা নদীর বন্যায় বিপর্যস্ত মাগুরমারী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। চারিদিকে জলমগ্ন। ঘরবাড়ি তলিয়ে গিয়েছে জলের তলায়। ঠিক সেই সময় নিজের জীবনের কথা না ভেবে একদল সাহসী যুবক ঝাঁপিয়ে পড়লেন উত্তাল নদীতে। বন্যার জলে ঢুবতে থাকা একটি হরিণকে বাঁচাতে প্রাণ হাতে নিলেন তাঁরা।
মাগুরমারীর ডোকসাপাড়া এলাকায় এই হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে। ভুটান ও সিকিম পাহাড় থেকে নামা প্রবল জলে জলঢাকা নদী ফুলে-ফেঁপে উঠেছে। নদীর স্রোতে ভেসে যাচ্ছিল হরিণটি। প্রাণপণ চেষ্টা করে ওই যুবকরা সাঁতরে পৌঁছে হরিণটিকে টেনে আনেন নদীর ধারে শুকনো জমিতে।
আরও পড়ুন : অন্যদের যখন চোখে জল, তখন এই চাষিদের মুখে চওড়া হাসি! আখ চাষের লাভ জানলে বলবেন ‘টাকার গাছ’
advertisement
advertisement
খবর পেয়ে মরাঘাট রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তখন গ্রামবাসীরা আহত হরিণটিকে তুলে দেন বনকর্মীদের হাতে। তারপর ওই হরিণটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বনকর্মীরা জানিয়েছেন, চিকিৎসার পর হরিণটিকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন : রাত দু’টোয় দরজা খুলে ঢুকে প্রতিবেশী যুবকের ‘নোংরা’ খেলা! কিশোরীর ওপর নি*র্যাতন চালিয়ে প্রা*ণনাশের হুমকি
ভুটান পাহাড় ও সিকিম পাহাড়ের জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল। জলে ডুবে প্রাণ হারিয়েছে একটি গণ্ডারও। এর মাঝেই হরিণের জীবন বাঁচিয়ে গ্রামবাসীরা যে উদাহরণ গড়লেন, তা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
October 05, 2025 11:14 PM IST