Heritage Keshab Ashram: রাজাদের আমলের ব্যাপার-স্যাপার! চরম টান পর্যটকদের, রাজ্যের এই পার্কে ঢুকতে লাগে ঠিকঠাক ভাগ্যের চমক
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
রাজ্যের হেরিটেজ এই পার্কে ঢুকতে লাগে ঠিকঠাক ভাগ্য চক্রের চমক।
কোচবিহার: জেলা সদর শহরের রাজ আমলের স্মৃতি বিজড়িত একটি পার্ক হল রানীবাগান পার্ক। দীর্ঘ সময়ের পুরনো এই পার্ক একটা সময় কেশব আশ্রম নামেই পরিচিত ছিল সকলের কাছে। রাজ আমলের এই পার্কে রাজ পরিবারের সদস্যদের বেশ কিছু স্মৃতিসৌধ রয়েছে। তবে এমন হেরিটেজ একটি পার্কের বর্তমান সময়ে একেবারেই বেহাল দশা। পার্ক চত্বরের চারিপাশে আগাছা ও জঙ্গল ঘিরে রয়েছে। এছাড়া স্মৃতিসৌধগুলিরও সঠিক পরিচর্যা না হওয়ার কারণে বেহাল দশা হয়ে রয়েছে। পার্কের মধ্যে থাকা কেশব আশ্রমের ঘরটিও দীর্ঘ সময় ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে।
পার্কে ঘুরতে আসা এক পর্যটক পার্থপ্রতিম দে জানান, “দীর্ঘ সময়ের পুরনো রাজ আমলের এই পার্ক বহু পর্যটককে আকর্ষণ করে। জেলার এই পার্কে প্রবেশ করতে কোন টিকিট লাগে না। দীর্ঘ সময় ধরে এই পার্কের অনেকটাই বেহাল দশা। বর্তমান সময়ে পার্কের গেট পর্যন্ত খোলা হয় না সঠিক ভাবে।” স্বাভাবিকভাবেই এই পার্কে ঢুকতে লাগে ঠিকঠাক ভাগ্যের চমক। আর তা নাহলে হয়ত ঢোকার জন্য তীর্থের কাকের মত দাঁড়িয়ে থাকতে হবে। পার্কে আসা আরেক পর্যটক দেবলীনা সরকার জানান, “পার্কে আসা পর্যটকদের পেছন দিকের একটি অংশ দিয়ে কোনও রকমে প্রবেশ করতে হয় পার্কে। পার্কের অবস্থা ভাল থাকলে আরও বহু মানুষ শীতের দিনে এখানে ভিড় জমাতেন।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার এক স্থানীয় বাসিন্দা তুলি রায় জানান, “নদীর ধারে এমন সুন্দর একটি পার্কে শীতের দিনে বহু মানুষ ঘুরতে আসতে চান। তবে প্রশাসনিক ভাবে এই পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না।” উদ্যান কানন বিভাগের রেঞ্জার অভিজিৎ নাগ জানান, “পার্কের চত্বরের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করা হবে। পর্যটকদের জন্য আবারও সময় মতন খোলা হবে পার্কের গেট।” দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সম্পাদক কৃষ্ণ গোপাল ধারা জানান, “দেবোত্তর ট্রাস্ট বোর্ডের অধীনে থাকা স্মৃতি সৌধ ও কেশব আশ্রমের ঘরটি দ্রুত সংস্কার করার ব্যবস্থা করা হবে।”
advertisement
যদিও দীর্ঘ সময়ের সরকারি টানাপোড়নের চাপে পড়ে রাজ আমলের এই পার্ক ধীরে ধীরে নিজের পুরনো জৌলুস হারাচ্ছে। আগামীদিনে এই পার্কে পর্যটক আদৌ বেড়াতে আসতে পারবেন কিনা সেই বিষয় নিয়েই উঠছে প্রশ্ন। যদিও পার্কের দ্রুত সংস্কারের দাবি জানিয়ে স্থানীয় মানুষেরা আবেদন জানিয়েছেন প্রশাসনিক স্তরের কর্তাদের। এখন দেখার বিষয় এটাই যে আদতে কত দিনে এই পার্কের সংস্কার সম্ভব হয়।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 15, 2025 2:29 PM IST
