Heritage Sagardighi: সংস্কারের চাপে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য! প্রশ্নচিহ্নের মুখে সাগরদিঘির নবরূপায়ণ

Last Updated:

জেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাগরদিঘি বর্তমান সময়ে একাধিক প্রশ্নে জর্জরিত

+
সাগরদিঘি

সাগরদিঘি

কোচবিহার: জেলা কোচবিহারের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শন সাগরদিঘি। দীর্ঘ সময়ের প্রাচীন এই সাগরদিঘী চত্বরের বর্তমান সময়ে সংস্কারের কাজ করা হয়েছে। আর এই সংস্কারের ফলে সৌন্দর্য আরও অনেকটাই বেড়ে উঠেছে সাগরদিঘি চত্বরে। তবে সংস্কারের ফলে বিলীন হয়ে গিয়েছে একাধিক ঐতিহ্যবাহী হেরিটেজ নিদর্শন। এমনটাই প্রশ্ন তুলছেন জেলার সাধারণ মানুষেরা। এছাড়া সন্ধের সাগরদিঘি চত্বরের পরিবেশ নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। সবমিলিয়ে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাগরদিঘি বর্তমান সময়ে একাধিক প্রশ্নে জর্জরিত। আর এই প্রশ্নগুলির সঠিক উত্তর কোচবিহারের হেরিটেজ কমিটির কাছে নেই বললেই চলে।
জেলা কোচবিহারের হেরিটেজ কমিটির সদস্য এবং ইতিহাস অনুসন্ধানী ঋষিকল্প পাল জানান, “জেলার অন্যতম প্রাচীন এই সাগরদিঘি চত্বরে চারটি ঘাট ছিল। এই ঘাটগুলি রাজ আমলে তৈরি করা হয়। তবে সংস্কারের ফলে তিনটি ঘাট সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। যার ফলে ঐতিহাসিক নিদর্শন নষ্ট হয়ে গিয়েছে। হেরিটেজ সংরক্ষণ মানে সেখানে নতুন কিছু তৈরি করা নয়। পুরনো জিনিসটি যেভাবে রয়েছে তাকে সেভাবেই সংরক্ষণ করা। তবে এক্ষেত্রে হেরিটেজের এই জিনিসটিকে এরকম ভাবে সংরক্ষণ করা হয়নি। এছাড়াও দিঘির একটি পুরনো নিকাশি ব্যবস্থাও ভেঙে গিয়েছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, “সাগরদিঘি চত্বরে সাধারণ মানুষ এবং পর্যটকদের ভিড় লেগেই থাকে। জেলার মানুষেরা যেমনই এখানে বেড়াতে আসেন, তেমনই জেলার বাইরেরও বহু মানুষ এখানে ঘুরতে এসে থাকেন। সাগরদিঘির ফুটপাথে বসানো হয়েছে কোবাল্ট ব্লক। যেগুলিকে সংরক্ষণ করতে গার্ডওয়াল দেওয়া হয়েছে। তবে সেই গার্ডওয়াল ভেঙে ফেলছেন বহু মানুষ। এছাড়া সন্ধের সাগরদিঘি চত্বরের পরিবেশ নিয়ে বয়স্ক নাগরিকেরা একাধিক প্রশ্ন তুলছেন। তাই এই চত্বরে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া দু’জন সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত করা হয়েছে গার্ড দেওয়ার জন্য। যাতে পরিবেশ নষ্ট না হয়।”
advertisement
তবে জেলা কোচবিহারের অন্যতম পর্যটন কেন্দ্র এই সাগরদিঘি। দীর্ঘ সময়ের ইতিহাসের নিদর্শন এই সাগরদিঘি। বর্তমান সময়ে সংস্কারের ও উন্নয়নের চাপে সাগরদিঘী চত্বরের ঐতিহাসিক নিদর্শন বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আগামী প্রজন্মের কাছে হেরিটেজ সাগরদিঘী কতটুকু অংশ উঠে আসবে তা এখন প্রশ্নচিহ্নের সম্মুখে। যদিও নতুনভাবে সংস্কারের কাজগুলিকে বেশ অনেকটাই পছন্দ করছেন জেলার বাইরে থেকে ঘুরতে আসা পর্যটকেরা।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Heritage Sagardighi: সংস্কারের চাপে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য! প্রশ্নচিহ্নের মুখে সাগরদিঘির নবরূপায়ণ
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement