Christmas 2024: বড়দিনে সাজছে এই হেরিটেজ চার্চ! কী কী চমক থাকছে জানুন
- Published by:Debolina Adhikari
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
প্রতি বছর মানুষের সংখ্যা ১০০০০ ছড়িয়ে যায় দিনের শেষে। ক্রিসমাস উপলক্ষে প্রতি বছর ২৫ ডিসেম্বর এর আগে থেকেই সুন্দর করে সাজিয়ে তোলা হয় এই চার্চকে।
কোচবিহার: জেলা কোচবিহারের মধ্যে অন্যতম পুরোনো চার্চ এই এন.ই.এল.সি চার্চ। কোচবিহার বাবুরহাট এলাকার এই চার্চটি কোচবিহারের মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রতিবছর ক্রিসমাসের দিনে প্রচুর সংখ্যক মানুষেরা ভিড় জমে এই চার্চের মধ্যে।
প্রতি বছর মানুষের সংখ্যা ১০০০০ ছড়িয়ে যায় দিনের শেষে। ক্রিসমাস উপলক্ষে প্রতি বছর ২৫ ডিসেম্বর এর আগে থেকেই সুন্দর করে সাজিয়ে তোলা হয় এই চার্চকে।
এই বছরেও একইরকম ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। চার্চের সকল সদস্যরা রীতিমতো সুন্দর ভাবে সাজিয়ে তুলেছে এই চার্চ এবং চার্চের চারিপাশের চত্বরকে।
advertisement
চার্চের পালক পরিতোষ সিংহ জানান, “১৮৯৮ সালে স্থাপন হওয়া এই চার্চটি রয়েছে কোচবিহার জেলার কোচবিহার এয়ারপোর্ট সংলগ্ন এলাকায়। এই চার্চের দুই পাশে রয়েছে দৃষ্টিহীনদের বিদ্যালয় এবং ছাত্রাবাসের ক্যাম্পাস।’’
advertisement
এই বিদ্যালয় এবং ক্যাম্পাসও একই রকমভাবে চার্চের মত সাজিয়ে তোলার কাজ হচ্ছে। সব মিলিয়ে এই বছর বড়দিন বা ক্রিসমাস উদযাপন যথেষ্টই আনন্দের হয়ে উঠবে।
চার্চের ক্যাম্পাসের মধ্যে খড় দিয়ে একটি ঘর বানানো হয়েছে। যীশুখ্রীষ্ট যেখানে জন্ম গ্রহণ করেছিলেন সেই গোয়াল ঘরের আদলে তৈরি হয়েছে ঘর। সেখানে বিভিন্ন মূর্তির মাধ্যমে যীশুর জন্মের বিষয়টি দেখানো হবে।
advertisement
চার্চের সম্পাদক রবি বিশ্বাস জানান, প্রতিবছর ক্রিসমাসের দিনে জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই ক্রিসমাসের আনন্দে মেতে ওঠেন। ক্রিসমাস ট্রি, ক্রিসমাস স্টার, ক্রিসমাস বল, বেলুন এবং অন্যান্য রকমারি সাজানোর জিনিস দিয়ে গোটা চার্চের চত্বর সাজিয়ে তোলা হয়।
সব মিলিয়ে এই বছর ক্রিসমাসের জন্য একটা আলাদা উদ্দীপনা কাজ করছে চার্চের সকল সদস্যদের মধ্যে। দীর্ঘ সময় ধরে ক্রিসমাসের দিনে কোচবিহারের মানুষেরা এই চার্চের মধ্যে আসতে খুব পছন্দ করেন। তাঁরা খুব খুশি এই চার্চের মধ্যে এত মানুষ ভিড় হয় বলে। তাঁরা আশা রাখছেন এই বছরেও অনেক মানুষ আসবেন এই চার্চে।
advertisement
জেলা শহরের দীর্ঘ সময়ের ঐতিহ্যবাহী হেরিটেজ এই চার্চ আজও বেশ অনেকটাই জনপ্রিয়। মূলত এই কারনেই এই চার্চকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে।
দীর্ঘ সময় ধরে এই চার্চ জেলার অন্যতম প্রাচীন চার্চ হিসেবে রয়ে গিয়েছে জেলার মধ্যে। আজও কোচবিহার এয়ারপোর্ট-এর পাশে এই চার্চ সেজে ওঠে ২৫ ডিসেম্বরের আগে।
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2024 5:34 PM IST
