Heavy Rain Impact: উত্তরে ভারী বৃষ্টির জেরে শহরমুখী শতাধিক জংলি হাতির দল
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Heavy Rain Impact: তিন-চার দিন ধরে লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ পাহাড়ে। যার জেরে কার্যত ফুঁসছে তিস্তা নদীর জল। এতেই ভয় পেয়ে শহরের দিকে এগিয়ে আসছে হাতির দল
জলপাইগুড়ি: ভারী বৃষ্টিপাতের জেরে সমস্যার মুখে জলপাইগুড়ি শহর। বর্ষার শুরুতেই অতি ভারী বৃষ্টিপাতের কারণে জঙ্গল ছেড়ে হাতির দল শহরমুখী হয়েছে! শতাধিক হাতি ক্রমশ শহরের দিকে এগিয়ে আসছে।
গত তিন-চার দিন ধরে লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ পাহাড়ে। যার জেরে কার্যত ফুঁসছে তিস্তা নদীর জল। আর এতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরমুখী হয়েছে প্রায় শতাধিক বুনো হাতির দল।
আরও পড়ুন: চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সাবধান! ইদের ছুটিতে বাড়ি ফেরা হল না মালদহের পরিযায়ী শ্রমিকের
advertisement
advertisement
বৃহস্পতিবার রাত থেকেই চলছে অবিরাম বৃষ্টি।লাগাতার বৃষ্টির জেরে উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশই জটিল রূপ নিচ্ছে। ধস নামছে পাহাড়জুড়ে। পাহাড়ে বৃষ্টির জেরে জলপাইগুড়ি, ডুয়ার্স সহ বিভিন্ন এলাকার নদী এবং পাহাড়ী ঝোরাগুলোতে বেড়েছে জলের স্রোত। আর এতেই মানুষের পাশপাশি বন্য প্রাণীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এদিকে, শুক্রবার ভোর হতেই জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে অবস্থিত বৈকুণ্ঠপুর বনাঞ্চল ঘেঁষা কালিয়াগঞ্জ গ্রামে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঢুকে পড়েছে শতাধিক বুনো হাতির দল।
advertisement
শহরের দিকে বুনো হাতির দলের এগিয়ে আসার খবর পেয়ে নজরদারি শুরু করেছে বন বিভাগ। এখনও অবধি কোনও হতাহতের খবর নেই। তবে গ্রামে ছড়িয়েছে হাতির আতঙ্ক। রীতিমতো সন্ত্রস্ত অবস্থা বাসিন্দাদের মধ্যে।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2024 1:28 PM IST