North Bengal Train Accident: প্রাণ গেল বাড়ির ছেলের, খোয়া গেল মেয়ের বিয়ের গয়না, এক দুর্ঘটনায় সব শেষ
- Published by:Debamoy Ghosh
Last Updated:
ব্যাগ খুঁজে পাওয়ার জন্যে দূর্ঘটনাগ্রস্ত কামরার আশপাশে খোঁজ চালাচ্ছেন অসহায় বর্মণ বাড়ির সদস্যরা (North Bengal Train Accident)।
#ময়নাগুড়ি: কথা ছিল, দিদির বিয়েতে আনন্দ করবেন। আগে আনন্দ নয়, আগে দায়িত্ব। দিদির বিয়ে বলে কথা৷ বার বার মনে করিয়ে দিয়েছিলেন বাড়ির বড়রা৷ কিন্তু কে শোনে কার কথা। বাড়ির স্টেশন যত এগিয়ে এসেছে সম্রাটের মন ততোই খুশিতে বাঁধনহারা হয়ে উঠছিল৷ কিন্তু এক ঝটকায় গোটা জীবনটা যে বদলে যাবে সেটা কি আর কেউ জানত (North Bengal Train Accident)!
ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner Express Accident) দূর্ঘটনায় যে কয়েকজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে অন্যতম সম্রাট কাজী৷ তাঁর এক দিদি পিঙ্কি বর্মনের বিয়ে উপলক্ষ্যে জয়পুর থেকে কোচবিহার আসছিলেন সম্রাট। ময়নাগুড়ির কাছে ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁদের পরিবারের একাধিক সদস্য। চিরতরে হারিয়ে গিয়েছে বাড়ির ছোট ছেলেকে।
advertisement
advertisement
শনিবার সকাল থেকেই অবশ্য পরিবারের সদস্যরা এসে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরার সামনে হতবাক হয়ে দাঁড়িয়ে ছিলেন। এস ১৩ কোচে পরিবারের ২২জন সদস্য ছিলেন। জয়পুর থেকে তাঁদের সঙ্গে ছিল পিঙ্কির বিয়ের জন্য ঋণ নেওয়া দেড় লাখ টাকা৷ এ ছাড়াও ছিল ২ ভরি সোনা। দুর্ঘটনার পরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ট্রেনের কামরাটি। লাইন থেকে কয়েকশো মিটার দূরে সম্পূর্ণ উল্টে পড়ে রয়েছে সেই এস ১৩ বগি। গোটা বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। এমনভাবে উল্টে পড়ে আছে যে সেখান থেকে কোনও কিছু উদ্ধার করা কার্যত অসম্ভব।
advertisement
সম্রাটের পরিবারের সদস্য নরেশ বর্মন জানিয়েছেন, "মেয়ের বিয়ের সব কিছু ছিল আমাদের ওই বগিতে। আমরা সবার হাতে পায়ে ধরছি । কিন্তু কেউই আমাদের ওই ব্যাগের খোঁজ দিতে পারছে না। বাড়ির এক ছেলেকেও হারালাম। জানিনা আর বিয়ে হবে কিনা।"
advertisement
এ দিন সকাল থেকেই বগির আশেপাশে নিজেদের ব্যাগ খুঁজে দেখছিলেন বর্মন পরিবারের সদস্যরা। কিন্তু সেই ব্যাগের সন্ধান মেলেনি। ফলে আদৌ মেয়ের বিয়ে হবে কিনা তা নিয়েই সংশয়ে তাঁরা। রেলের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, হারানো ব্যাগের খোঁজ তাঁরাও করছেন৷ অন্যান্য সবরকম সাহায্যও ওই পরিবারকে করা হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 15, 2022 3:08 PM IST