ক্রমশ উত্তরে সরছে মৌসুমী অক্ষরেখা, অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে
Last Updated:
টানা বৃষ্টির মধ্যেই ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হল উত্তরবঙ্গে ৷ এ মাসের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে উত্তরঙ্গের জেলাগুলিতে ৷ নাগাড়ে বৃষ্টিতে বির্যস্ত জনজীবন ৷ জলমগ্ন হয়ে রয়েছে ডুয়ার্সের বিভিন্ন এলাকা ৷
#জলপাইগুড়ি: টানা বৃষ্টির মধ্যেই ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হল উত্তরবঙ্গে ৷ এ মাসের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে উত্তরঙ্গের জেলাগুলিতে ৷ নাগাড়ে বৃষ্টিতে বির্যস্ত জনজীবন ৷ জলমগ্ন হয়ে রয়েছে ডুয়ার্সের বিভিন্ন এলাকা ৷
এরমধ্যেই ফের অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হল উত্তরবঙ্গের পাঁচ জেলায় ৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামিকাল থেকে তিন দিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ৷ আজও উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ ২০০ মিলি মিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদরা ৷
advertisement
advertisement
মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হবে ৷ সোম, মঙ্গলবার তিন জেলায় ভারী বৃষ্টি হবে ৷ সোমবার সিকিমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আলিপুর সূত্রে খবর, বৃষ্টির জন্য দায়ী মৌসুমী অক্ষরেখাটি রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ৷ ক্রমশ উত্তরদিকে অক্ষরেখা সরছে সেই অক্ষরেখা ৷ ফলে সরাসরি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে ৷ তার জেরেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরে ৷
advertisement
এদিকে বর্ষার খামখেয়ালির চক্করে পড়েছে দক্ষিণবঙ্গ ৷ উত্তর ভেসে গেলেও দক্ষিণের ভাগ্যে ছিটেফোঁটা ৷ বর্ষার আকাশ ঝকঝকে নীল ৷ সঙ্গে মেঘ ও রোদের খেলাও চলছে ৷ আলিপুর সূত্রে জানা গিয়েছে, কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ৷ তবে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতায় অস্বস্তি বাড়বে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2018 9:47 AM IST